বার্সেলোনার লিগ জয়ের নেপথ্যে: শেষ পর্ব
তিন মৌসুম পরে লা লিগার শিরোপা ফিরেছে বার্সেলোনায়। সেই শিরোপা জয়ের পেছনের গল্পগুলো উঠে এসেছে দ্য অ্যাথলেটিকে। শেষ পর্বে আজ থাকছে জাভির ট্যাকটিকাল পরিবর্তন ও মাঠের বাইরের গল্পগুলো।
ইউরোপীয় প্রতিযোগিতায় অব্যাহত ব্যর্থতার পাশাপাশি ঘরোয়া শিরোপার স্বাদটাও ভুলতে বসেছিল বার্সেলোনা। গত গ্রীষ্ম থেকে এই গ্রীষ্ম, এই বছরে মাঠে আর মাঠের বাইরে অজস্র চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পর অবশেষে লা লিগা ট্রফিটা ঘরে তুললো তারা, চার বছরের মধ্যে প্রথমবারের মতো।দ্য অ্যাথলেটিক এর পল বালুস, লাইয়া সেরভেলো হেরেরো এবং ডেরমট করিগান বলেছেন সেই গল্পটাই।
End of Articles
No More Articles to Load