প্রাচীন অলিম্পিকের সূচনা: মিথোলজির সন্ধানে
আজকের অলিম্পিকের পূর্বপুরুষ গ্রীসের অলিম্পিয়া নগরীতে অনুষ্ঠিত অলিম্পিক আসর। তৎকালীন গ্রীসের সর্বাধিক মর্যাদাপূর্ণ এই আয়োজনে অংশ নিতে মুখিয়ে থাকত নগর রাষ্ট্রগুলি। বিজয়ের মালা ছিনিয়ে নেয়ার মাধ্যমে পুরো গ্রীসেই বিজয়ী আর তার রাজ্যের নাম ফেটে পড়ত। এই অলিম্পিক কিভাবে শুরু হলো তারই কিছু মিথোলজি নিয়ে সাজানো হয়েছে এই লেখা।