ওয়েঙ্গারের ‘মোনালিসা’ কিংবা একজন থিয়েরি অঁরি
অঁরি কি স্রেফ একজন স্কোরার? তার সময়কার ফুটবলারদের মধ্যে সেরা গোল সৃষ্টিকারীদেরও একজন ছিলেন। একজন স্ট্রাইকার হয়েও তিনি যেমন গোল করেছেন, তেমনি সমানভাবে সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও তিনি ছিলেন পটু। তার এই বৈশিষ্ট্যই তাকে অন্যান্য প্রথাগত ফুটবলারদের থেকে আলাদা করে তুলেছে।