Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

সূর্য দীঘল বাড়ি: প্রথা ভাঙার উপন্যাস

১৯৫৫ সালে সালে প্রকাশিত হওয়া ‘সূর্য দীঘল বাড়ি’ উপন্যাসের প্রেক্ষাপট ছিল ১৯৪৩ সালের  দুর্ভিক্ষ আর ১৯৪৭ সালের ভারত পাকিস্তানের দেশভাগের সময়।

article

গৃহদাহ: শরৎচন্দ্রের কালজয়ী অতৃপ্ত ত্রিভুজ প্রেমের উপন্যাস

‘গৃহদাহ’ শরৎচন্দ্রের এক অমর সৃষ্টি। এ উপন্যাস আবহমান বাংলার প্রণয় সঙ্কটে ভুগতে থাকা তিনজন নর-নারীর ত্রিভুজ প্রেমের আখ্যান।

article

জাহান্নম হইতে বিদায়: শওকত ওসমানের মুক্তিযুদ্ধের উপন্যাস

১৯৭১ সালে বাঙালিদের জীবনে ঘটে যায় এক হৃদয়বিদারক ঘটনা৷ বর্বর পাকিস্তানি বাহিনীর আক্রমণ যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ে, তখন সঙ্গত কারণেই শওকত ওসমান উপন্যাসের বিষয়বস্তু হিসেবে বেছে নেন মুক্তিযুদ্ধকে৷

article

মার্শাল গিওর্গি ঝুকভ: দ্বিতীয় বিশ্বযুদ্ধের শ্রেষ্ঠ সমরনায়ক || পর্ব ৮

১৯৪৩ থেকে ১৯৪৪ সালের মধ্যে সোভিয়েত ইউনিয়নে জার্মান সশস্ত্রবাহিনীর ধ্বংসসাধনে মার্শাল ঝুকভের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ।

article

উত্তর কোরিয়ার রাজনৈতিক সংস্কৃতি ও নির্বাচনী কাঠামো

শুরু থেকেই উত্তর কোরিয়া শাসন করছে কিম পরিবার, নিয়ন্ত্রণ করছে রাষ্ট্রকাঠামো, প্রভাবিত করছে রাজনৈতিক কর্মকান্ডকে। বর্তমান সময়ে কিম পরিবারের তৃতীয় প্রজন্মের শাসন চলছে উত্তর কোরিয়াতে।

article

মার্শাল গিওর্গি ঝুকভ: দ্বিতীয় বিশ্বযুদ্ধের শ্রেষ্ঠ সমরনায়ক || পর্ব ৭

১৯৪২–১৯৪৩ সালে গিওর্গি ঝুকভ উত্তরে লেনিনগ্রাদ থেকে দক্ষিণে স্তালিনগ্রাদ পর্যন্ত বিস্তৃত অঞ্চলে জার্মানদের বিরুদ্ধে যুদ্ধে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন।

article

সামরিক পরাশক্তিগুলো কেন বিভিন্ন বাহিনীর যৌথ কমান্ড তৈরি করে?

সামরিক বাহিনীতে যৌথ কমান্ড তৈরির মাধ্যমে দক্ষতা বৃদ্ধির নতুন উপায় হিসেবে হয়, বিবেচিত হয় সামরিক বাহিনী সম্পদগুলোর সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কার্যকর অভিযান তৈরির পরিচালনার পদ্ধতি হিসেবে।

article

মহামারি কেন মন্থর করতে পারেনি জলবায়ু পরিবর্তনকে?

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিগুলো এড়াতে লকডাউনের প্রক্রিয়াকে ইতিবাচক মনে করা হচ্ছিলো, মনে করা হচ্ছিলো লকডাউন মন্থর করে দিবে জলবায়ু পরিবর্তনের গতিকে। বাস্তবে তার প্রতিফলন খুব একটা দেখা যায়নি।

article

এডাম স্মিথ ও অমর্ত্য সেনের দৃষ্টিতে রাষ্ট্রের দায়িত্ব

আধুনিক যুগে এসে রাষ্ট্রের সফলতা নির্ভর করে অর্থনীতিকে কেন্দ্র করে, প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, ক্রয়ক্ষমতার মতো অর্থনৈতিক সূচকগুলোকে কেন্দ্র করে।

article

ইহুদি ঘরে জন্মানো এক খ্রিস্টান ভাষাবিদ এবং ব্রিটেনের শাহজাহান মসজিদ

ওকিংয়ে শাহজাহান মসজিদ নির্মাণের আগেই, ১৮৮৭ সালে লিভারপুলে একটি মসজিদ নির্মাণ করেছিলেন আব্দুল্লাহ কুইলিয়াম। তারপরও, একদিক থেকে শাহজাহান মসজিদ এগিয়ে। কেননা, শাহজাহান মসজিদই হলো ব্রিটেনের প্রথম মসজিদ, যেটির দালান শুরু থেকেই মসজিদ নির্মাণের লক্ষ্য নিয়ে নির্মিত হয়। অন্যদিকে, লিভারপুলে মূলত ইতোমধ্যে বিদ্যমান একটি ভবনকে মসজিদে রূপ দিয়েছিলেন কুইলিয়াম।

article

End of Articles

No More Articles to Load