IEEE কুয়েটে লেখালেখির প্রতিযোগিতা Authorsgate 2.0
নবীন শিক্ষার্থীরা অনেকেই দ্বিধায় ভোগে কীভাবে লেখালেখি করবে, কোন বিষয়ের উপর লিখব, নিজের আগ্রহের জায়গাটা কীভাবে কাজে লাগাব। দেখা যায় লেখার জন্য পর্যাপ্ত সাহসও পায় না তারা। এই বিষয়গুলোকে কেন্দ্র করে ২০১৯ সালের প্রথম সপ্তাহে প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে অথর্সগেইট এর আয়োজন করে IEEE KUET Student Branch এর কার্যনির্বাহী পরিষদ। আর যেমন চিন্তা তার চেয়েও বেশি সাড়া তৈরি করেছিল এ আয়োজন। প্রাথমিকভাবে চমকপ্রদ ফলাফলে এবং শিক্ষার্থীদের আগ্রহের উপর ভিত্তি করে এ বছর প্রতিযোগিতাটি আন্তঃবিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে নেওয়ার প্রয়াস করা হয়।