অধিকাংশ ক্ষেত্রেই স্বল্প আলোতে তোলা ছবিতে নয়েজ আসে, ছবি কালো হয়ে যায়, অনেক ক্ষেত্রেই আবার বাড়তি আলো চলে আসে কিংবা মোশন ব্লার সমস্যা চলে আসে। তাই রাতে স্বল্প আলোতে তোলা ছবি বেশিরভাগ সময়ই আমাদের খুব একটা সন্তুষ্ট করতে পারে না।
অথচ কিছু বিষয় রয়েছে যেগুলো খেয়াল রাখলে আমরা আমাদের স্মার্টফোনটি থেকে রাতের বেলায় কিংবা অপেক্ষাকৃত স্বল্প আলোতেও চমৎকার ছবি পেতে পারি। সে সমস্ত কারিকুরি জেনে আপনিও হতে পারেন দারুণ একজন স্মার্টফোন ফটোগ্রাফার। রাতের বেলা বা স্বল্প আলোতে ছবি তোলা, অর্থাৎ ফটোফটোগ্রাফির ভাষায়, লো লাইট স্মার্টফোন ফটোগ্রাফির নানা দিক নিয়েই আজকের আয়োজন।