গিনেস ওয়ার্ল্ড রেকর্ড মানেই একটু ভিন্ন কিছু। গম্ভীর সব রেকর্ডের পাশাপাশি মুখে হাসি ফোটানোর মতো রেকর্ডগুলোও জায়গা পায় এই রেকর্ডে। সেই সূত্র ধরেই এবার নতুন এক রেকর্ড জায়গা পেয়েছে গিনেজে। আর এই রেকর্ড করেছে ক্যালিফোর্নিয়ার প্যাসিফিক পকেট মাউস বা ইঁদুর প্যাট।
পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী ইঁদুর হওয়ার খেতাব এখন প্যাটের দখলে। বয়স কত হলো তার? পাক্কা ৯ বছর ২০৯ দিন! গত জানুয়ারি মাসেই গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের সবচেয়ে বয়স্ক ইঁদুর হিসেবে প্যাটের নাম ঘোষণা করেন সান ডিয়াগো জু ওয়াইল্ডলাইফ অ্যালায়েন্স। স্টার ট্রেকের নায়ক ‘প্যাট্রিক স্টুয়ার্ট’এর নামের সূত্র ধরেই নাম রাখা হয়েছিল ইঁদুর প্যাটের।
২০১৩ সালের ১৪ জুলাই সান ডিয়াগো সাফারি পার্কের এক কনজারভেশন ব্রিডিং প্রোগ্রামের আওতায় জন্ম প্যাটের। উত্তর আমেরিকার সবচেয়ে ছোট্ট ইঁদুর প্রজাতির একজন প্যাট। ভাবছেন, পকেটে অনায়াসে রাখা যায় বলেই পকেট মাউস ডাকা হয় তাকে? একদম না!
এই প্রজাতির ইঁদুরের চোয়ালের নিচে একটি থলে থাকে, যেটাতে করে খাবার জমিয়ে নিয়ে যায় তারা বিভিন্ন স্থানে। গলার নিচের এই পকেটের জন্যই নাম তাদের পকেট মাউস। পূর্বে প্যাটের প্রজাতির ইঁদুর ওই অঞ্চলে প্রচুর পরিমাণে থাকলেও বর্তমানে সেই সংখ্যা অনেক কম। মানববসতির কারণেই ১৯৩২ সালের পর থেকে কমতে শুরু করে পকেট মাউসরা। একটা সময় তো এদের বিলীন প্রজাতি হিসেবেই ধরে নেওয়া হয়েছিল। তবে ১৯৯৪ সালে আবার খুঁজে পেয়ে বংশবৃদ্ধির মাধ্যমে ফিরিয়ে আনা হয় তাদের।
গত বছর পর্যন্ত নতুন ১১৭টি পকেট মাউসের জন্ম দেওয়া হয়। মানুষের কোনোরকম সংস্পর্শ ছাড়াই বর্তমানে অরেঞ্জ কাউন্টির ল্যাগুনা কোস্ট ওয়াইল্ডারনেস পার্কে থাকছে এই ইঁদুরেরা। প্রকৃতির জন্য অসম্ভব উপকারী এই ইঁদুর প্রজাতিকে সংরক্ষণ করে রাখা বেশ জরুরি বলেই মনে করেন বিশেষজ্ঞরা। বিলুপ্ত এই প্রজাতির নতুন করে ফিরে আসা এবং গিনেজ বুকে জায়গা করে নেওয়া নিয়ে শুধু আপনি বা আমি নই, আনন্দিত পকেট মাউস অভয়ারণ্যের প্রতিষ্ঠাতা ডেবরা শেরও।