সাম্প্রতিক ইতিহাস ও ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে বিষয়টি এতটা সরল বলে মনে হয় না। বেলারুশ একটি প্রাক্তন সোভিয়েত রাষ্ট্র এবং ইতোপূর্বে বেলারুশসহ প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের অন্যান্য রাষ্ট্রে ঠিক একইরকম বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যেগুলোর প্রতিটি ক্ষেত্রেই বিক্ষোভকারীদের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থন ছিল এবং অধিকাংশ ক্ষেত্রে বিক্ষোভ সফল হয়ে রাষ্ট্রগুলোতে পশ্চিমাপন্থী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ ধরনের সরকারবিরোধী বিক্ষোভ ও বিক্ষোভের ফলে সরকারের পতনের ঘটনাকে গণমাধ্যমে ‘রঙিন বিপ্লব’ (Colour Revolution) নামে আখ্যায়িত করা হয়েছে। ২০২০ সালের মে থেকে বর্তমান পর্যন্ত বেলারুশে সরকারবিরোধী বিক্ষোভ চলমান রয়েছে, যেটিকে একটি ‘রঙিন বিপ্লব’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।