- দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার মাইক প্রোক্টর ১৯৭১ সালের ৫ই মার্চ প্রথম শ্রেণির ক্রিকেটে একটানা ছয়টি শতক হাঁকানোর রেকর্ড গড়েন।
- এই তালিকায় তার আগে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান এবং সিবি ফ্রাইয়ের নাম আছে।
- দুর্দান্ত এই অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার নির্বাসনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র সাতটি টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন।
- বোলার হিসাবে বেশি পরিচিতি থাকলেও প্রথম শ্রেণির ক্রিকেটে প্রোক্টরের ৪৮টি শতক আছে।
ইয়ান বোথাম, ইমরান খান, রিচার্ড হ্যাডলি এবং কপিল দেব গত শতকের সেরা অলরাউন্ডার হিসাবে ক্রিকেট বিশ্বে পরিচিত। এদের সাথে আরও একজনের নাম যুক্ত হতে পারতো। তিনি হলেন দক্ষিণ আফ্রিকার মাইক প্রোক্টর। পার্থক্য শুধু এটাই, তিনি পারফর্ম করেছেন ঘরোয়া ক্রিকেটে, আর তারা আন্তর্জাতিক ক্রিকেটে।
ব্যাটসম্যান মাইক প্রোক্টরের চেয়ে বোলার মাইক প্রোক্টরের নামডাক বেশি ছিলো। ১৯৬৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটা প্রোক্টর মোট দুটি সিরিজে সাতটি টেস্ট খেলেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারের সবকটি ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন। সাত ম্যাচে ৪১ উইকেট শিকারের পাশাপাশি নিজের শেষ সিরিজে ৩৪.৮৩ ব্যাটিং গড়ে রান করে জানান দিয়েছেন, তিনিও হতে পারতেন সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন।
বর্ণবাদের অভিযোগে ১৯৭০ সাল থেকে ক্রিকেট থেকে নির্বাসিত ছিলো দক্ষিণ আফ্রিকা। এতেই সম্ভাবনাময় আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি ঘটে মাইক প্রোক্টরের। সেইসময় দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। গ্লৌচেস্টারশায়ারের দুর্দান্ত এক মৌসুম কাটানোর পর রোডেশিয়ার হয়ে ১৯৭০ এবং ১৯৭১ সালে একটানা ছয় ইনিংসে শতক হাঁকিয়েছিলেন প্রোক্টর।
১৯৭১ সালে ৫ই মার্চ পশ্চিম প্রদেশের বিপক্ষে ক্যারিয়ার সেরা ২৫৪ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে একটানা ছয়টি শতক হাঁকানোর কীর্তি গড়েন। স্যার ডন ব্র্যাডম্যান এবং সিবি ফ্রাইও একটানা ছয়টি শতক হাঁকিয়েছিলেন। রোডেশিয়ার হয়ে তার প্রথম পাঁচটি শতক নিয়ে কানাঘুষো হয়েছিলো। কারণ সবকটি ছিলো দ্বিতীয় বিভাগের দলগুলোর বিপক্ষে।
শক্তিশালী পশ্চিম প্রদেশের বিপক্ষে একটানা ষষ্ঠ শতক হাঁকানোর অপেক্ষায় ছিলেন তিনি। রোডেশিয়া মাত্র পাঁচ রানে দুই উইকেট হারালে ক্রিজে আসেন প্রোক্টর। তিনি আসার পর কোনো রান যোগ না হতেই আরও একজন ব্যাটসম্যান সাজঘরের পথ ধরেন। দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে তার শতক হাঁকানোটা খানিকটা কষ্টসাধ্য ছিলো। দুর্দান্ত ফর্মে থাকা প্রোক্টর সাবলীলভাবে ব্যাট করে দ্বিশতক হাঁকান। দলের ৩৮৩ রানের মধ্যে তিনি একাই করেন ২৫৪ রান। পরের ইনিংসে ২২ রানে আউট হয়ে ব্র্যাডম্যান, ফ্রাইদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে একটানা ছয়টি শতক হাঁকানোর রেকর্ড আছে তিনজনের। ডন ব্র্যাডম্যান, সিবি ফ্রাই এবং মাইক প্রোক্টর। একটানা পাঁচটি শতক হাঁকিয়েছেন পাঁচজন ব্যাটসম্যান। সর্বশেষ এই কীর্তি গড়ে দেখিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। এর আগে পার্থিব প্যাটেল, মাইক হাসি, ব্রায়ান লারা এবং এভারটন উইকস একটানা পাঁচটি শতক হাঁকিয়েছেন।
ফিচার ইমেজ: Patrick Eager/Popperfoto/Getty Images