- অষ্টম নারী ক্রিকেটার হিসাবে ওয়ানডেতে চার হাজার রানের মাইলফলক অতিক্রম করলেন সুজি বেটস।
- নিউজিল্যান্ডের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়েন তিনি।
- গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৯ রানের ইনিংস খেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক সুজি বেটস।
আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের মধ্যে অন্তর্ভুক্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের বিপক্ষে ৯৭ বলে ছয়টি চারের সাহায্যে ৮৯ রানের ইনিংস খেলেন সুজি বেটস।
বেটসের ৮৯ রানের ইনিংসের উপর ভর করে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড পাঁচ উইকেটে ৩১০ রান সংগ্রহ করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১০৫ রানে গুটিয়ে গেলে নিউজিল্যান্ড ২০৫ রানের বড় ব্যবধানে জয় পায়। এই জয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড।
সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন সুজি বেটস। প্রথম ম্যাচে ৪৪ রান, দ্বিতীয় ম্যাচে অপরাজিত ১০১ রানের পর তৃতীয় ম্যাচে ৮৯ রানের ইনিংস খেলার পথে তিনি চার হাজার রানের মাইলফলক অতিক্রম করেন।
সুজি বেটস ১১০টি ওয়ানডেতে নয়টি শতক এবং ২৪টি অর্ধশতকের সাহায্যে ৪৩.৪৫ ব্যাটিং গড়ে ৪,০৪১ রান করেছেন। নিউজিল্যান্ডের হয়ে তার আগে শুধুমাত্র ডেভি হকলি চার হাজার রানের ক্লাবে নিজের নাম লিখিয়েছেন।
নারীদের ওয়ানডেতে চার হাজার রান সংগ্রাহক ক্রিকেটাররা
১. মিতালি রাজ – ১৮৯ ম্যাচে ৬,২৫৯ রান।
২. চার্লট এডওয়ার্ডস – ১৯১ ম্যাচে ৫,৯৯২ রান।
৩. বেলিন্ডা ক্লার্ক – ১১৮ ম্যাচে ৪,৮৪৪ রান।
৪. ক্যারেন রলটন – ১৪১ ম্যাচে ৪,৮১৪ রান।
৫. স্টিফানে টেইলর – ১১১ ম্যাচে ৪,২৩০ রান।
৬. ক্ল্যারি টেইলর – ১২৬ ম্যাচে ৪,১০১ রান।
৭. ডেভি হকলি – ১১৮ ম্যাচে ৪,০৬৪ রান।
৮. সুজি বেটস – ১১০ ম্যাচে ৪,০৪১ রান।
ফিচার ইমেজ: Getty Images