আলকাত্রাজের পাখিমানব: পাখিপ্রেমের বদৌলতে এক কুখ্যাত খুনির বদলে যাওয়ার গল্প
রবার্ট স্ট্রাউড ছিলেন একজন নির্দয় খুনি এবং সহিংস কয়েদি। ৩টি চড়ুই পাখির আহত হওয়ার ঘটনা এই নিষ্ঠুর মানুষটির মাঝে লুকিয়ে থাকা মমতাবান পাখিমানবকে প্রকাশ করতে সাহায্য করেছে। তিরস্কারের বোঝা মাথায় নিয়ে তিনি কারাবরণ করলেও, মৃত্যুর সময় সহস্র ভক্তের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নেন তিনি। তার জীবনীর মাধ্যমে মানুষের সাথে প্রকৃতির এক নিবিড় ভালোবাসার যে গাথা রচিত হলো, তা চিরকাল ইতিহাসের পাতায় অমলিন থাকবে।