অন্তত ক্রিকেটে নিজেদের অধিকার বুঝে নিতে চায় আফগানিস্তান
প্রতিপক্ষ বলতে বরাবরই আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে আর স্কটল্যান্ড। ভাগ্য খুব ভালো থাকলে বছরে দুয়েকবার বাংলাদেশ সফর। আর আইসিসিরর টুর্নামেন্ট থাকলে বড় দলগুলোর বিপক্ষে খেলে ‘তাক লাগিয়ে’ দেওয়া। এই হলো আফগানিস্তানের অবস্থা। অথচ সদ্য টেস্ট স্ট্যাটাস পাওয়া দলটি বাংলাদেশকে টেস্টে হারিয়ে সাদা পোশাকে নিজেদের প্রথম উদযাপনের পর থেকেই টের পাচ্ছে, আরও উপরে উঠতে হলে বড় দলের বিপক্ষে খেলা ছাড়া গতি নেই।