“পড়ো, পড়ো, পড়ো”বইটিকে পুরোপুরি আত্মজীবনী বলা যাবে না, কারণ, এটি আসলে লেখকের জীবনের প্রায় পুরোটার দিকে আলোকপাত করছে এমন নয়, বরং এটি নির্দিষ্ট একটি অংশের দিকেই স্থির থেকেছে বেশি; আর সেটি হচ্ছে লেখকের বুয়েট জীবন। তবে, তার পাশাপাশি এ বইতে উঠে এসেছে তার বেড়ে ওঠার পরিবেশ এবং জীবন দর্শন। তবে সবকিছুর আশেপাশেই জড়িত ছিল রাজনীতি, মানে ব্যক্তি মুনির হাসান ছিলেন পরিপূর্ণ মাত্রায় রাজনীতি সচেতন একজন। এ সবকিছুর মিশেলে বইটিকে সুপাঠ্যই বলা যেতে পারে।