- ভারতের একদল সার্জন ১.৮ কেজি ব্রেন টিউমার অপসারণ করতে সক্ষম হয়েছেন।
- তারা মনে করছেন, সম্ভবত এটিই পৃথিবীর সবচেয়ে বড় ব্রেন টিউমার।
- গত ১৬ ফেব্রুয়ারিতে সম্পন্ন এই অস্ত্রোপচার করতে ৭ ঘন্টা সময়ের প্রয়োজন হয়।
অস্ত্রোপচারের ব্যাপারটি জনসম্মুখে আনা হয়নি, কেননা ডাক্তাররা তখনও নিশ্চিত ছিলেন না এটি সফল হয়েছে কিনা। মুম্বাইয়ের নায়ার হাসপাতালে শান্তলাল পাল (৩১) নামে এক ব্যক্তির মাথায় এই সার্জারি করা হয়।
নিউরোসার্জারির প্রধান ড. ত্রিমূর্তি নাড়কারনি বলেন, “এটি এখন শুধু ভালো হয়ে যাওয়ার অপেক্ষায় আছে। তবে তিনি এখন আশংকামুক্ত।” তিনি আরও জানান, এ ধরনের বড় টিউমার খুব বিরল এবং অস্ত্রোপচারের ক্ষেত্রে চ্যালেঞ্জিং।
শান্তলাল পাল ছোটবেলা থেকেই মাথা ফুলে যাওয়া, ভারী মনে হওয়া ও মাথা ব্যথার কথা বলতেন। সার্জারির পূর্বে তিন বছর ধরে তিনি টিউমার নিয়ে জীবনযাপন করছিলেন। যখন তাকে মুম্বাইয়ের বিওয়াইএল নায়ার চ্যারিটেবল হসপিটালে ভর্তি করানো হয় তখন তার মাথায় ছিল ১২×৮ ইঞ্চি টিউমার, যা দেখে মনে হচ্ছিল তার একটি মাথার উপরে আরও একটি মাথা গজিয়েছে।
স্ক্যান করে জানা যায়, মাথার খুলির মাধ্যমে টিউমারটি মস্তিষ্কের উভয়পাশে ছড়িয়ে পড়েছে এবং টিউমারে রক্ত প্রবাহিত হওয়ার সুযোগ ঘটেছে। তবে দীর্ঘ ৭ ঘন্টা অস্ত্রোপচারের পরে ডাক্তাররা তা অপসারণ করতে সক্ষম হন। অস্ত্রোপচারে পালের ১১ ইউনিট রক্ত ট্রান্সফিউশনের প্রয়োজন হয় এবং তিনদিন লাইফ সাপোর্টে কাটাতে হয়। তবে এরপর থেকে তার অবস্থার উন্নতি হচ্ছে। ড. নাড়কারনি জানান, অস্ত্রপচারের ফলে প্রচুর রক্তক্ষরণ হয় এবং এর সাফল্যের জন্য ডাক্তার দলের বেশ দক্ষতার প্রয়োজন।
ডাক্তাররা জানান, টিউমারটির কারণে তিনি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। তবে যেহেতু সার্জারি থেকে তিনি সুস্থ হয়ে উঠছেন, সেহেতু তিনি দৃষ্টিশক্তি পুনরায় ফিরে পেতে পারেন।
উত্তর প্রদেশের শান্তলাল পাল পেশায় একজন দোকানদার। বর্তমানে তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। তিনি এখন চলতে পারছেন এবং সব ধরনের খাদ্য খেতে পারছেন।
ফিচার ইমেজ: All That Is Interesting