Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

বিসিবি সভাপতি যা যা বললেন

হঠাৎ করেই ১১ দফা দাবিতে ক্রিকেটারদের ধর্মঘটে প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে।

ক্রিকেটারদের ধর্মঘট ডাকের পর মঙ্গলবার (২২ অক্টোবর) জরুরী সভায় বসেছিলেন বিসিবির পরিচালকরা। সকাল থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের ভিড়। সকাল ১১টার পর থেকে পরিচালকরা আসতে শুরু করেন। গুমোট একটা পরিবেশ করছিল স্টেডিয়াম এলাকায়। দুপুর ১টার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আসার পরই শুরু হয় জরুরী সভা।

বিসিবির ১৫ জন পরিচালকের উপস্থিতিতে মিটিংয়ের শুরুতেই ২২ অক্টোবর প্রকাশিত জাতীয় দৈনিকগুলো নেয়া হয় বোর্ড রুমে। ক্রিকেটারদের দাবি সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট দেখার পরই উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সভায়। দুই ঘন্টা আলোচনার পর সংবাদ সম্মেলনে উপস্থিত হন পরিচালকরা। সংবাদ সম্মেলনের স্থায়িত্বকালও বেশ লম্বা ছিল। প্রায় দেড় ঘন্টাব্যাপী সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের দাবির বিষয়ে নিজে বক্তব্য রাখার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন বিসিবি সভাপতি। কখনো মেজাজ হারিয়ে অগ্নিশর্মা হয়েছেন, প্রশ্নের উত্তর দিতে গিয়ে আটকে গেছেন, কখনো তার গলার স্বর সপ্তমে চড়েছে।

Image Credit: Ratan Gomez / BCB

সংবাদ সম্মেলনে পাপন যা কিছু বলেছেন, তার পূর্ণাঙ্গ বিবরণ তুলে ধরা হলো রোরের পাঠকদের জন্য।

বিস্মিত বোর্ড সভাপতি

আজকে হঠাৎ করে এখানে বসার কারণটা বুঝতেই পারছেন। কালকে টিভি ও পত্রপত্রিকায় দেখলাম খেলোয়াড়রা কিছু দাবি-দাওয়া দিয়েছে, যেটা খুবই ন্যাচারাল। এটা দিতেই পারে। এবং একই সঙ্গে তারা আরেকটা কাজ করেছে, সব খেলা থেকে স্ট্রাইকে গেছে। প্রথম কথা হচ্ছে, আপনাদের সঙ্গে জানাশোনা অনেক দিনের, নতুন তো নয়। আসলে এটা শকিং। আমার বিশ্বাসই হচ্ছে না, এখন পর্যন্ত বিশ্বাসই করতে পারছি না যে, আমাদের খেলোয়াড়দের কাছ থেকে এরকম কিছু হতে পারে। এর পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে।

ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক

ওদের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। যে খেলোয়াড় আছে, মনে হয় না তাদের সঙ্গে আমার চেয়ে এত বেশি যোগাযোগ কেউ মেইন্টেইন করে। ব্যক্তিগত সমস্যা, যখন যে সমস্যা, তারা কিন্তু আমাদের জানায়। এবং এটা স্বাভাবিক। আমি চেষ্টা করি সমাধান করতে। এটা হতেই থাকে, শেষ নেই। একেকজনের একেকটা সমস্যা। একবার বাচ্চা অসুস্থ দেখে ইমরুল রাতে ফোন করলো। বাচ্চার অবস্থা খুব খারাপ। অ্যাপোলো হাসপাতাল কিছু করতে পারছে না। সিঙ্গাপুর নেওয়াই লাগবে। বললাম, নাও, বললো ভিসা নেই। টিকিট কেটে নিতে বললাম, একদিনের মধ্যে ভিসা করে দিলাম সবার।

তামিম ইকবালের কথা বলি, আমি এনসিএল দেখি। কে কেমন পারফর্ম করছে, সেটা খেয়াল রাখি। এই যে দ্বিতীয় রাউন্ডে, তামিমকে ওই দিন দেখলাম ব্যাটিং করছে না। আমি বললাম কী হয়েছে তোমার? সে বললো, তেমন কিছু না। চার-পাঁচদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে।

সাকিব… ও যখন সিপিএলে ছিল, আমি তাকে দুইদিন ফোন দিয়েছিলাম। কবে আসছে, জানতে চেয়েছি। সে যখন ফিরল দেশে, তখন তাকে ভারত সফরের দল নিয়ে কী ভাবছে, সেটা নিয়েও মতামত শুনতে চেয়েছি। একজন খেলোয়াড়ের ব্যাপারে জানতে চাইলাম, যে ফর্মে নেই, তাকে কেন দলে নিতে চাচ্ছ? সে বললো, না, ওকে আমার চাই। এদের সঙ্গে কথাবার্তা সবসময় আমার আছে। একজন-দু’জন না, সবার সঙ্গে। আমি তো দূরে থাক, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওদের প্রবেশাধিকার আছে।

খেলোয়াড়দের বেতন-ভাতা

আগে খেলোয়াড়দের বেতন ছিল দেড় লাখ, আমরা যখন এসেছি, বাড়িয়ে করেছি আড়াই লাখ। শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর বিমানবন্দরের লাউঞ্জে মাশরাফি-সাকিব আমাকে বলল, ভাই, বেতন তো বাড়ালেন না। আমি বললাম, বাড়িয়েছি তো। একজন বলল, একটু বেশি করে বাড়ান। আরেকজন বলল, ৫০ হাজার টাকা বাড়ান। আলোচনা করে ওখানে বসেই আমি তাদের বেতন করলাম চার লাখ। আমাদের মধ্যে এমন সম্পর্ক।

একজন খেলোয়াড়ও বলতে পারবে না যে, ওরা আমাদের কাছে চেয়েছে, কিন্তু আমরা দেইনি। একজনও না। আমি বুঝতে পারছি না, মিডিয়াতে তারা কী বলছে। ২৪ কোটি টাকা ওদের আমরা বোনাস দিয়েছি, এই ১৫ জনকে। এতটা কেউ দেয় নাকি! কী পরিমাণ সুযোগ সুবিধা ওদের বাড়ানো হচ্ছে প্রায় সময়, তারপরও টাকার জন্য তারা খেলা বন্ধ করে দেবে! এটা আমার বিশ্বাসই হচ্ছে না।

এমন যদি হতো, আমাদের কাছে বলেছে, আমরা রাজি হইনি, মতপার্থক্য রয়েছে। কোনোদিন বলল না, জানলাম না, যদিও এদের সঙ্গে নিয়মিত যোগাযোগ। কাউকে কিছু বলল না, জানালো না। এটা তো একেবারে আশ্চর্য ব্যাপার। অবাক না হওয়ার কারণ নেই। সাকিবের সঙ্গে শেষ যখন দেখা হলো, তখনও সে টাকার কথা বলেছে। বিশ্বকাপে ভালো করলাম বোনাস দিলেন না, টাকা দেন। আমি বললাম, ঠিক আছে, আলাপ-আলোচনা করে একটা অনুষ্ঠান করে স্বীকৃতি দেই। কোনোদিন তো এসব ব্যাপারে বলল না।

খেলোয়াড়দের দাবি নিয়ে

তার চেয়ে বড় কথা, আমি শকড হওয়ার কারণ বলছি। দেখেন, যে দাবিগুলো তারা দিয়েছে, একেক করে যদি বলি। প্রথম দাবি এসেছে কোয়াব নিয়ে। প্রথম কথা হচ্ছে, কোয়াবের সঙ্গে বিসিবির কিছু করার নেই। এটা সম্পূর্ণ আলাদা। আগে আমরা খেলোয়াড়দের সংগঠন স্বীকৃতিই দিতাম না। এরা আসার পর আমাদের বলতে বলতে এই প্রথম আমরা তাদের স্বীকৃতি দিলাম। এরা আসার পর কী কী ইলেক্টেড বডি, এর কী কী করছে, সেটা জেনে আমরা অনুমোদন দিলাম। এরপর এখানে কে প্রেসিডেন্ট হবে, সেক্রেটারি হবে, সেটা বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার কোনও কারণ নেই। তাই প্রথম দাবির সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। এটা তো পরিষ্কার, হোয়াট ক্যান উই ডু? আমি যদি বলি, একে প্রেসিডেন্ট বানাও, ওকে ওটা বানাও, সেটা কি আমি করতে পারবো? না, পারি না। তখন তো ফিকা আমাকে ধরবে। তাই এই দাবি কেন করল, জানি না।

বিসিবি প্রেসিডেন্ট দাবি করলেন, বিসিবির সঙ্গে কোয়াবের সম্পর্ক নেই। অথচ পাশেই বসে আছেন কোয়াবের হর্তাকর্তা; Image Credit: Ratan Gomez / BCB

দ্বিতীয় দাবি, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আগের মতো করতে হবে। আমাদের সময় লাগছে এগুলো আপনাদের বোঝাতে। তারপর আপনারা কী লিখবেন বা বলবেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি, দেশবাসীর কিছু জিনিস জানার দরকার। প্রিমিয়ার লিগ নিয়ে এক মাস আগে আমাদের সঙ্গে সিসিডিএম বসেছিল। ওরা এসে বলল, ওরা এটা-ওটা চায়। আমি ওখানেই বললাম, করে দাও। অন দ্য স্পট, এসব সিদ্ধান্ত নিতে আমি দেরি করি না। ওরা যা চায়, করে দাও। ওরা বলছিল, প্লেয়ার্স বাই চয়েস উঠিয়ে দিতে। আমরা কখনো না করিনি। প্লেয়ার্স বাই চয়েস, মানে ড্রাফটে যা হয়, অধিকাংশ ক্লাবই খেলোয়াড়দের প্রথম সিজনে টাকা দিয়ে পরে দিত না। কিন্তু আমরা আসার পর থেকে বকেয়া সব পরিশোধ করেছি, গতবারেরসহ সবগুলো পরিশোধ করা হয়েছে। শুধু একটা ক্লাব বাকি আছে। গতবার যারা দেয়নি, তাদের বিসিবি টাকা দিয়েছে। এখনও তো পরের বিপিএল হতে তিন মাস বাকি আছে। এটা তো বিসিবির দেওয়ার কথা না। কিন্তু আমরা করছি এটা। বুঝতে পারছি না, সমস্যা কোথায়!

আরেকটা দাবি, এই বছরের পর থেকে বিপিএল আগের ফরম্যাটে যেতে হবে। এবার বঙ্গবন্ধু বিপিএল, এরপর আবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিপিএলে চলে যাব। এটা তো সবারই জানা আছে, বারবার বলেছি। আর বিদেশি খেলোয়াড়দের সঙ্গে স্থানীয়দের পারিশ্রমিকে সামঞ্জস্য। এটা আমরা করলে করতে পারি, ফ্র্যাঞ্চাইজি পারবে না। তারা কত দাম দিয়ে খেলোয়াড়দের নেবে, সেটা আমরা কীভাবে বলবো! আইপিএলে যে নিলাম হয়, সেটা আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন? এখন যদি বলা হয়, সব খেলোয়াড়কে এক কোটি করে টাকা দিতে হবে, তাহলে হবে? আমি বুঝতে পারছি না, কী বলা হচ্ছে। বিপিএল নিয়ে এমন দাবির কারণ আমি খুঁজে পাই না। এটা তো ঘোষণা করা হয়ে গেছে।

চুক্তিভিত্তিক ক্রিকেটারদের সংখ্যা ও বেতন বাড়ানো নিয়ে যে কথা, আমার জানামতে, চুক্তিভিত্তিক ক্রিকেটারের সংখ্যা অনেক বেশি। এখন প্রথম শ্রেণির ক্রিকেটে আমরা ৮০ জনকে চুক্তি করে টাকা দিচ্ছি। এরকম তো কেউ করে না। আরও বাড়াব, দুই-তিনশ’ খেলোয়াড় বাড়াব, আর মাসে মাসে টাকা দিব! আমরা কী খারাপ দিচ্ছি? মিডিয়াতে টক শো দেখে মনে হচ্ছে, আমরা শেষ করে দিলাম ওদের। আমরা কী করেছি? সুযোগ-সুবিধা ছাড়া আমরা কিছু করেছি, কেউ বলতে পারবে? আমরা আম্পায়ারদের গত মাসেই বেতন বাড়িয়েছি, গ্রাউন্ডসম্যানদের বেতনও। ৫০ শতাংশ বাড়িয়েছি। যেগুলো আমরা করেছি, সেগুলো তো দাবি হতে পারে না!

আপনারা বলছেন, ফ্যাসিলিটি বাড়াতে হবে। জিমনেসিয়াম করলাম, এতগুলো মাঠ আর অ্যাকাডেমি তৈরি করেছি। এতদিন কোনো আন্দোলন নাই। এখন শুরু হয়ে গেল! এমন করছে, যেন আমরা কিছুই করছি না। এটার পেছনে অবশ্যই কোনো কারণ আছে। প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন ২৫ থেকে ৩০ হাজার, সেটা ৩০ থেকে ৩৫ হাজার করেছি। এমন ভাব যে, কিছুই করছি না। খেলোয়াড়দের সঙ্গে কী আচরণ চায়? ওরা প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বাচ্চা নিয়ে খেলে, প্রধানমন্ত্রী ওদের বাচ্চাদের নিয়ে খেলে। আর কেমন ট্রিটমেন্ট চায় ওরা! কেউ বলতে পারবে, ওদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, দোষ করলে শাস্তি হয়েছে। এত কিছু করার পরও?

কার ভাইকে কে মেরেছে, এসপি না ডিসি। রাতে ফোন করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। কাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কোন খেলোয়াড়কে। বিদেশ থেকে ফোন করেছি থামানোর জন্য। আরেকজনের খালা-মামার জমি দখল করে নিয়েছে, উত্তরায় আমি গিয়ে উদ্ধার করি। মুশফিকের বাবা, মিরাজের খালা, কে কাকে মারছে, আমি সমাধান করি। কী হচ্ছে এগুলো! বিশ্বাস করতে পারছি না। আপনাদের কাছে মনে হতে পারে, এগুলো স্বাভাবিক, কিন্তু আমি শকড।

বিসিবি সভাপতির ‘সন্দেহ’

এখানে যে দাবি দাওয়া হয়েছে, সেখানে এমন কিছু নাই যে, ওরা জানে না, এগুলো আমাদের বললে আমরা সঙ্গে সঙ্গে মেনে নিব। বলল না কেন? আপনাদের কাছে দু’টি প্রশ্ন, তাদের সঙ্গে এত যোগাযোগ থাকার পরও আমি তো দূরের কথা, আমাদের কাউকে না বলে আপনাদের বলল? কেন আমাদের বলল না, সেটা তো জানি। বললে যে আমরা দাবিগুলো মেনে নিব, তাহলে তো ওদের খেলা বন্ধ করতে হবে না।

দ্বিতীয় প্রশ্ন, আমাদের না বললে মিডিয়াকে কেন বলল? এতে কী হলো? সারা বিশ্ব জেনে গেল, আমাকে তো আইসিসি-এসিসি ও বিভিন্ন বোর্ড থেকে ফোন করা হচ্ছে, লেখালেখি হচ্ছে যে, বাংলাদেশের ক্রিকেটে গণ্ডগোল হচ্ছে। এটাই তারা জানাতে চেয়েছিল, তারা সফল হয়েছে বাংলাদেশের ক্রিকেটের বিরুদ্ধে যেতে।

তারপর কী হলো? প্রথমে সম্মেলন করল, হঠাৎ করে দাবি দেওয়ার পর যদি না শুনি, কমিউনিকেশন গ্যাপ থাকে, মনঃপুত না হয়, তাহলে আন্দোলন করতে পারত। কিন্তু তা না, আমাদের কাছে দাবি দেওয়া না দিয়ে, কোনো যোগাযোগ না করে আগে খেলা বন্ধ করে দিল। তাও আবার কোন সময়! কাল থেকে ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে, ২৫ তারিখ থেকে জাতীয় দলের কোচিং। কোচরা আসছে নতুন, আরেকজন আসছেন ড্যানিয়েল ভেট্টোরি। কিন্তু তাদের পছন্দ না। ওরা তো আপনাদের বললো, কোচের দরকার নাই। দেশি কোচ চায়, হয়তো বিদেশি কোচ চায় না। ওরা যদি কোচও পছন্দ করে নিতে চায়, তাহলে কী? কিন্তু প্রত্যেকবার কোচ নিয়োগ দেওয়ার সময় সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করি।

বলতে চাচ্ছি, খেলা বন্ধ করে দিল কোন সময়। যখন কোচরা আসছে, তারা যেন ক্যাম্পে না যায়। এসব প্রথম শ্রেণির ক্রিকেটাররা করতে পারে, কিন্তু জাতীয় দল! তাও আবার কোন ট্যুর, ভারত সফর। প্রত্যেকটা বিষয় খেয়াল করতে হবে, এটা খুব তাৎপর্যপূর্ণ। খেলোয়াড়রা নয়, বেশ কয়েকজন সাংবাদিক আমাকে বলেছে, ভারতে একটা সিরিজের ব্যবস্থা করেন। বুঝতে হবে, কোন সফরে বাংলাদেশ যাচ্ছে। আপনারা বলেছিলেন, অন্তত একটা ম্যাচ একদিন খেলান। কিন্তু যেনতেন সিরিজ নয়, এখানে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। আমি যখন ক্রিকেট বোর্ডে আসি, তখন প্রথম দুই দিনের বোর্ডসভায় বাংলাদেশ আর জিম্বাবুয়েকে টেস্ট থেকে বাদ দেওয়ার চিন্তা করেছিল। কিন্তু আমি অনেক বুঝিয়ে বাংলাদেশকে রেখে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলাতে যাচ্ছি। ঠিক এই সময় ধর্মঘট ডাকা, ক্যাম্পে না যাওয়া… আমাদের বুঝতে বাকি নাই, আসলে কী হচ্ছে। ক্রিকেটের উন্নতির কথা বলছে, অথচ উন্নয়নের কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না।

পূর্বপরিকল্পিত আন্দোলন

যা যা চাইলেই ওরা পাবে, সেগুলোর জন্য আমাদের কাছে আসেনি। এখন যদি বলি, ওরা আসছে না কেন? আসলে ওরা আসবেও না। এখন পর্যন্ত আমাদের কেউ কিছু বলেনি। এমনকি ওদের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করলেও ফোন কেটে দিচ্ছে, নয়তো বন্ধ রাখে। এটা আসলে পূর্বপরিকল্পিত। তারা আমাদের না বলে মিডিয়াকে এসব বলেছে, এটার নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা শুনব কি শুনব না, সেই সুযোগ না দিয়েই তারা খেলা বন্ধ করে দিল। এসব কিছুই পরিকল্পনার অংশ।

আপনারা সবই জানেন, দেশের মানুষ জানে। আমার তো কম লোকের সঙ্গে কথাবার্তা হয় না, সবাই তো মতামত জানাচ্ছে। যদিও আমার ফেসবুক নাই। এসব শুরু হয়েছিল, যেদিন আমাদের এক ডাইরেক্টর গ্রেফতার হয়। পরের দিন থেকে বিসিবির বিরুদ্ধে কথা হচ্ছে। ফেসবুকে ফেক আইডি খুলে অনেক মিথ্যা কথা ছড়ানো হচ্ছে, এসব নিয়ে আমি উত্তর দিতে পারি। কিন্তু দিব না। আমি ক্রিকেট নিয়ে কাজ করতে আসছি।

Image Credit: Ratan Gomez / BCB

এটা ষড়যন্ত্রের অংশ

আমার ধারণা, এখনও বেশিরভাগ খেলোয়াড়রা ক্রিকেটকে ভালোবাসে, দেশকে ভালোবাসে। বেশিরভাগ দেশবাসীরাও ক্রিকেট অনেক ভালোবাসে, আপনাদের অনেকেই ক্রিকেট ভালো বোঝেন, ভালোবাসেন। আমি আপনাদের বলছি, বাংলাদেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার জন্য একটা চক্রান্ত চলছে। এটা সবাই বোঝে, এটা সরকার থেকে শুরু করে এমন কেউ নেই, যে জানে না। কারা, বা কে কে করছে, সেটাও আমরা জানি। ওরা প্রথমে ভেবেছিল, বিসিবিকে আক্রমণ করে, অন্য ডাইরেক্টরদের আক্রমণ করে বাইরে পাঠাবে। আইসিসি থেকে আমাদের নিষিদ্ধ করার জন্য অনেক চেষ্টা করেছে, ছয় মাস বা এক বছর। ওটা যখন পারেনি, তখন বিকল্প হিসেবে এই ভারত সফর বয়কট করার চিন্তা করেছে। কোনোভাবে না যেতে পারলেই তো আইসিসির রিঅ্যাকশন আসবে। যেটা তারা চাইলেই পাবে, তারা চাচ্ছে না কেন? কেন সুযোগ না দিয়ে হঠাৎ ওরা খেলা বন্ধ করল, ক্যাম্পেও যাবে না বলেছে। অবশ্যই এসবের পেছনে কারণ আছে। এটা ওই যড়যন্ত্রের অংশ।

আমি আরও বলতে বাধ্য হচ্ছি, সবাই যে জেনেশুনে করছে, আমার মনে হয় না। হাতেগোণা দুই-একজন হতে পারে, বাকিরা তাদের সঙ্গে এসেছে। এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, কারা দেশের বিরুদ্ধে কাজ করছে, তাদের খুঁজে বের করা। বাইরের কারা আছে, তাদের আমরা চিনি। তবে দলের ভেতরে কেউ আছে কি না, যারা দেশের ধ্বংস চাচ্ছে, তাদের চিহ্নিত করতে হবে। আপনাদের কাছে আমি কিছুদিনের সময় চাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস, আমরা তাদের সামনে আনতে পারব।

ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে রাজি

খেলোয়াড়দের উদ্দেশ্যে বলব, তোমরা যদি খেলা না খেল, খেলতে না চাও, আমার কী করার আছে। খেলবে না। তাতে তাদের লাভটা কী হবে? আমি বুঝতে পারছি না। ক্রিকেটের উন্নয়নের কথা বলছেন? আমরা যে কারো সঙ্গে কথা বলতে রাজি, আপনারা আসেন।

কী পরিমাণ কাজ করা হচ্ছে! খেলার মান, গত বছর চালু করলাম প্রিমিয়ার ডিভিশন লিগ। আমরা এনসিএলে ক্যামেরা বসিয়েছি সব মাঠে, আমরা তো কোনও অভিযোগ পাইনি। এবার সিসিডিএম বলেছে, সব জায়গায় আমরা ক্যামেরা বসাব। কাউকে কোনো ছাড় দেওয়া নয়। এগুলো যখন করছি, তখন এত কথা হচ্ছে কেন? আমার তো মনে হচ্ছে, এগুলো কোনো দাবি নয়। আর দাবি যদি হয়েও থাকে, তখন আমরা সব কিছু করার পরও কেন সুযোগ না দিয়ে খেলা বন্ধ কীভাবে আগে আসে? না মানলে বলতে পারে যে, খেলব না। এটা একটা চিন্তার বিষয়। কোনোভাবেই এটা কাম্য নয়। আমাদের ক্যাম্প শুরু হচ্ছে, তারা গেলে ভালো, না গেলে নাই। আমার কিছু বলার নেই।

আমাদের সঙ্গে বসতে চাইলে বসতে পারে। আপনাদেরকে, দেশবাসীকে বিভ্রান্ত করে সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছে। জাতীয় দলের খেলোয়াড়রা এত টাকা পায়, তারপরও বলে, তারা কিছু পায় না। প্রথম শ্রেণির ম্যাচ ফি ৩৫ থেকে ৪০ হাজার করা হলো। আমরা সব কিছুর দিকে নজর দিয়ে উন্নতি করেছি। তারপরও এসব বলে। আগে কোনো কিছু ছিল না, তখন অভিযোগ ছিল না। এই ছিল আমার বক্তব্য। এখন বের করতে হবে আসলে এটার পেছনে কী কারণ আছে।

স্টাফদের বেতন কম? অথচ তাদের কোনো অভিযোগ নেই। ফিফটি পার্সেন্ট বাড়ানো হয়েছে। আর এসবের কারণে খেলা বন্ধ করে দিতে হবে? এটা ষড়যন্ত্রের অংশ। যাই হোক, আমার এসব বোঝা যদি ভুল হয়, তাহলে তো আমি খুশিই। এটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে।

ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফিক্সিং

আফগানিস্তানের সঙ্গে টেস্ট হার ধরলে তো আমরা খেলতামই না। আমি আপনাদের প্রথমে ব্যাকগ্রাউন্ডের কথা বলি। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি কথা ছিল। ওটা আমরা সমাধান করেছি। প্রথম বিভাগ থেকে তৃতীয় বিভাগে আমরা ক্যামেরার ব্যবস্থা করেছি। কী করবো? আম্পায়ার ছাড়া খেলাবো? এটা তো রিপোর্ট করতে হয়।

কথায় তো হবে না, আমাদের প্রমাণ লাগবে। তারপরও আমরা কী করেছি, সবখানে আমরা ক্যামেরা বসিয়েছি, যেন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে আমরা তা প্রমাণ করতে পারি। কিন্তু প্রমাণ ছাড়া কীসের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব? প্রমাণ না পেলে কিসের ভিত্তিতে নিব? এখন যখন নানামুখী ব্যবস্থা নিচ্ছি, তখন অভিযোগ আসছে। এর আগে তো কারো কোনো অভিযোগ ছিল না।

Image Credit: Md. Manik / Dhaka Tribune

প্রিমিয়ার লিগে প্লেয়ার্স বাই চয়েস নিয়ে সমস্যা

ক্লাবগুলোর বড় একটা দাবি ছিল। ওরা বলছিল, যে পরিমাণ খরচ বাড়ছে, যে খেলোয়াড়কে ১২/১৫ লাখ করে খেলাচ্ছে, তারাই দ্বিতীয় বছরে দাবি করছে ৬০ লাখ টাকা। এমন হলে তারা টিম চালাতে পারবে না। তাদের দাবির প্রেক্ষিতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আরেকটা ছিল প্লেয়ারদের পেমেন্ট। সব খেলোয়াড় এসে অভিযোগ করত পেমেন্ট নিয়ে। সেই কারণে আমরা বলেছিলাম, ওই বছর প্লেয়ার্স বাই চয়েসের মাধ্যমেই দল বদল হবে। এরপর কেউ কিছু আমাদের বলেনি।

এক মাস আগে ইনাম (বিসিবির পরিচালক) আমাকে বলেছিল, খেলোয়াড়রা উন্মুক্ত পদ্ধতিতে দলবদল চায়। তখন আমি বলেছিলাম, ঠিক আছে, করে দাও। এখন তো আমাদের টাকা দিয়ে দিতে হয়। আদায় হোক আর না হোক, আমাদের কোনও অসুবিধা নেই। আমার ধারণা, এটা করে ক্রিকেটের ভালো হবে না। হাতেগোণা ১২ জন খেলোয়াড় সুবিধা হবে, বাকিরা ক্ষতিগ্রস্তই হবে। তারা যেহেতু চাচ্ছে, আমার কোনো আপত্তি নেই।

এটায় তো কোনো সমস্যা হয়নি ক্লাবগুলোর। আমাদের কাছে তো ক্লাবগুলো কিংবা ক্রিকেটাররা আসেনি। দাবিগুলো কখনো করেনি। আমাদের কাছে খেলোয়াড়রা সব সময়ই বলেছে। কিন্তু এর আগেও তো টাকা পায়নি!

ডাহা মিথ্যা। চ্যালেঞ্জ। আমি যা বলি ওপেন বলি। আমি তো এর উত্তর দিলাম। এর আগেরবার টাকা পায়নি। আমরা টাকা পরিশোধ করেছি। এবার আবার প্রিমিয়ার লিগ শুরুর পর আমরা পরিশোধ করব। কিন্তু আমাদের চেষ্টা তো করতে হবে ক্লাবের কাছ থেকে টাকা নেওয়ার। নয়তো সব ক্লাবই এখন থেকে টাকা দেবে না। সব বিসিবির দেওয়া লাগবে। আমরা তো ওদেরকে ফেভার করছি। পরবর্তী ডিপিএলের আগে টাকা পেলেই তো হলো।

তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে ম্যাচে চারজন বিতর্কিত আম্পায়ার

আমার তো জানামতে মাঠে ক্যামেরা বসার কথা। যদি ওরা অভিযোগ করে, তাহলে দেখব। আম্পায়ারদের কী যে সুবিধা দিয়ে রেখেছে আইসিসি, ওদের কিছু বলারই কোনো পথ নেই। যেটা করতে পারি, ওকে আম্পায়ারিংয়ের দায়িত্ব না দিতে পারি। এখন তো সিস্টেম তৈরি করলাম। এতদিন করিনি, এখন করলাম, আর দাবি উঠল।

Image Credit: UNB

প্রথম শ্রেণীর ক্রিকেটারদের চুক্তি

খেলা পারে না। বাজে খেলে, তাদের টাকা দিব নাকি! আমরা জানি, ঘরোয়া ক্রিকেটে কিছু খেলোয়াড় আছে, যাদের অবদান আছে। কিন্তু আমরা তাদের জাতীয় দলে নিতে পারছি না। যেমন, তুষার ইমরান। তার কিন্তু টাকা বাড়ানো হয়েছে। আমাদের এখানে ৭৯ জন চুক্তিবদ্ধ ক্রিকেটার আছে। ১৮ জন আছে জাতীয় দলের ক্রিকেটার, একশ’ প্লাস হয়েছে। আমি ২০০ নিতে পারি। কিন্তু তাতে ক্রিকেটের কী উন্নয়ন হবে? যারা ভালো খেলবে, তারা আসবে, প্রতিযোগিতা করে আসতে হবে।

জাতীয় লিগের ম্যাচ ফি কমানো-বাড়ানো

কত দিনের ব্যবধানে টাকা বাড়ছে, খেয়াল করেন। যদি মনে হয় কম, তাহলে বাড়াব। এটা বলেনি কেউ কখনো। বাড়েনি, এমন তো কোনো ঘটনা নয়। ৫ লাখের ওপর তো কোনো খেলোয়াড়কে দিতেই পারি না। সেদিন কত দিলাম…. ১৫ লাখ না? হুম ১৫ লাখ। দেই না, করি না। এমন একটা আওয়াজ তোলা হলো মার্কেটে। বাইরে থেকে বলছে, তোমরা নাকি দেড় হাজার টাকা দাও, ডলারে কত? আমি বুঝতে পারছি না, কী যাচ্ছে বাইরের দেশে। মানুষজন ওখান থেকে জানতে চায়, ডলার করে তারা বলে, এই দাও তোমরা ক্রিকেটারদের? কী বলবো.. যাই হোক। তারা সফল এই একটা জায়গায়। বাইরে একটা ধারণা দেওয়া যে, আমরা আমাদের খেলোয়াড়দের টাকা দেই না।

ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ নিয়ে

এখন যদি আমি বেশি কিছু করতে চাই, আসল কারা কারা আছে, বের করতে পারব না। দেশের বিরুদ্ধে কাজ করছে কারা, আস্তে আস্তে সব বের হয়ে আসবে। বাংলাদেশ ছোট জায়গা। প্রত্যেকেই জানে, কারা করতে পারে।

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড না খেললে কী ব্যবস্থা?

না গেলে খেলা হবে না। ওগুলো (ব্যবস্থা) পরে। আমি আগে দেখতে চাই, কে কে খেলতে যায়, আর কে কে যায় না। ক্যাম্পে কে কে আসে? এগুলো তো আগে জানতে হবে। শুরু না হলে তো বলতে পারছি না। আমি অবশ্যই আশাবাদী, ক্যাম্প চলবে, ভারত সিরিজ হবে। আমাদের এখানে বেশিরভাগ খেলোয়াড়ই ক্রিকেটকে ভালোবাসে, এবং ক্রিকেটের উন্নয়ন চায়। ৫ হাজার টাকা বাড়ল কি না, এর জন্য দেশের ক্রিকেটের বারোটা বাজিয়ে দিবে, এটা আমার বিশ্বাস হয় না। দেখি সামনে কী হয়!

মিরপুরের ইনডোরে এসি বসানো

ইনডোরে আমরা এসি লাগাতে চেয়েছিলাম। কিন্তু অবকাঠামোর ত্রুটির কারণে সেখানে এসি বসানো সম্ভব হয়নি। আমরা তো চেষ্টা করছি, আস্তে আস্তে। আমাদের মাথায় আছে। সাত বছর আগে তো আরও অনেকেই ক্ষমতায় ছিল, তারা কী করেছে?

আমি তো বলেছি, আমি আপনাদের একটা কথা বলে রাখি, প্রথম মনোযোগ ছিল ম্যাচ জেতা। কারণ, তখন আমাদের হারের সংখ্যা ছিল বেশি। এরপর আমরা তখন সিদ্ধান্ত নিলাম, বিশ্বকাপে আমাদের মনোযোগ দিতে হবে। ওটা শেষ হওয়ার পর আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আসলাম। এগুলো উন্নতি করার চেষ্টা করছি আমরা।

 

This article is in Bangla language. It is the full excerpt of the press conference, arranged by BCB on the current player strike. During the press meeting, BCB president seemed furious and enraged.

Featured Image: Ratan Gomez / BCB

Related Articles