জাভেদ মিয়াঁদাদ: পাকিস্তান ক্রিকেটের ‘বড়ে মিয়াঁ’
কিংবদন্তি হানিফ মোহাম্মদ, বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান, আকিব জাভেদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, পরবর্তীত ইনজামাম-উল-হক,শোয়েব আকতার ইউনিস খান এরা প্রত্যেকেই কেউ বল গাতে কেউ ব্যাট হাতে নিজেদের সময়ের সেরাদের কাতারে থাকবেন নিঃসন্দেহে। তবে ৭০-৮০ দশকে এদের সবার থেকে আলাদা বৈশিষ্ট্যের এক ক্রিকেটার পেয়েছিল পাকিস্তান। অনেকের মতে তাকে পাকিস্তানের ইতিহাসেরই সর্বকালের সেরা ক্রিকেটার বিবেচনা করা হয়।