উয়েফা নেশনস লিগ: ইউরোপের শ্রেষ্ঠত্বের নতুন লড়াই
রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় এক মাসেরও বেশি সময় কেটে গেল। কিন্তু বিশ্বজুড়ে ফুটবলমোদীদের দম ফেলবার ফুরসত কই? জনপ্রিয় ইউরোপিয়ান ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা ও ইতালির সিরি এ ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। পরবর্তী সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে জার্মানির বুন্দেসলিগা ও ফ্রান্সের লিগ ওয়ান।
তবে ইউরোপে নতুন এক লিগ শুরু হতে যাচ্ছে পরবর্তী মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকে। মজার ব্যাপার হল, এই লিগ বিভিন্ন ক্লাবের মধ্যে প্রতিযোগিতা নয়, বরং ইউরোপের বিভিন্ন দেশের নিজ নিজ জাতীয় দলের মাঝে শ্রেষ্ঠত্বের লড়াই। অভিনব ধারণার এই লিগের নাম হচ্ছে “উয়েফা নেশনস লিগ”।