বই হোক আমাদের প্রতিদিনকার বন্ধু
বই পড়ার অন্যতম একটি উপকার হলো অন্যের অভিজ্ঞতা হতে শিক্ষা লাভ করা যায়। এছাড়াও বই পড়ার ফলে আমাদের কল্পনাশক্তি বৃদ্ধি পায়। নিয়মিত বই পড়লে স্মর শক্তি বৃদ্ধির পাশাপাশি শব্দভাণ্ডার বৃদ্ধি পায়। একটি বই পড়ার জন্য এবং ঘটনাগুলো বুঝতে, আপনাকে বইটি নিরবচ্ছিন্নভাবে পড়তে হবে। বই পড়ার অভ্যাস দীর্ঘ সময় ধরে মনোনিবেশ করার ক্ষমতা বিকাশ করে। যখন বিভন্ন বিষয় নিয়ে হতাশায় ভুগি, যখন কিছুই ভালো লাগে না, তখন বই সে হতাশা থেকে মুক্তি দিতে সহায়তা করে। যখন বই পড়া হয় তখন বাড়তি চিন্তাভাবনা আমাদের মাথা থেকে দূরে থাকে।