ক্রাঞ্চ কালচার: ভিডিও গেম ইন্ডাস্ট্রি’র নব্য ‘দাসপ্রথা’
অনেকেই জানেন না, গেমিংয়ের ‘ডিজনিল্যান্ড’-এ প্লেয়ারদের হারিয়ে যাওয়ার সুযোগ করে দিতে খোদ ভিডিও গেম ইন্ড্রাস্টিতে অনেক মানুষকেই এক অসহনীয়, অমানুষিক শারীরিক ও মানসিক অত্যাচারের মধ্য দিয়ে যেতে হয়। এ সংস্কৃতিকেই বলা হয় ক্রাঞ্চ কালচার।