ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথ: ক্রিকেটের অনুপম সৌন্দর্য
ভারত-পাকিস্তান প্রসঙ্গ আসলেই অবধারিতভাবে চলে আসে – দু’দেশের ভূরাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক চিরায়ত দ্বন্দ্বের প্রসঙ্গ। দুই দেশের উপমহাদেশীয় রাজনীতি এবং আর্থ-সামাজিক দ্বন্দ্বের রেশ লেগেছে প্রায় সবক’টি সেক্টরে। ক্রিকেটও এর ব্যতিক্রম নয়। ভারত-পাকিস্তান ম্যাচের তীব্র উত্তেজনা দু’দেশ ছাপিয়ে একসময় ছড়িয়ে পড়ে পুরো উপমহাদেশজুড়ে। এ যেন ক্রিকেট ম্যাচের চেয়েও বেশি কিছু।