ছবির দেশে কবিতার দেশে: সুনীল গঙ্গোপাধ্যায়ের ফরাসি দেশ ভ্রমণের অভিজ্ঞতা
লেখক বলুন আর কবিই বলুন, তারা যখন নিজের অভিজ্ঞতাকে আপন করে নিয়ে সমগ্র দেশ বিদেশে ঘুরতে বের হয় সেসব গল্পগুলো এবং কাব্যিক রসগুলো কেমন যেন অমায়িক এবং রোমাঞ্চকর হয় পাঠ করতে। এই মানুষগুলোর অভিজ্ঞতা সম্পর্কে লিখা গুলো পড়তে বেশ মজার এই কারণে যে তারা সব কিছু কাব্য ভঙ্গিমায়,কাব্যিক দৃষ্টিকোণ থেকে দেখে এবং চমৎকার বাক্য শব্দ সাজিয়ে আমাদের মনের মধ্যে অভিজ্ঞতার ধারণাকে শক্ত করে জাগিয়ে তুলতে সক্ষম হন। আবার কবি লেখকদের পদচারণার সাথে সাথে যেন আমরা আরো গভীরভাবে মিশে যেতে সক্ষম হই কারণ তার ভাষা ব্যবহারের দক্ষতার মাধ্যমে। একই সাথে অভিজ্ঞতা এবং সেই সাথে এই দৃশ্যের পেছনে ছোট্ট একটি ইতিহাস বর্ণনা করবার যোগ্যতা যেন সমগ্র বইটিকে জীবন করে তুলে। এমনই একজন লেখকের নাম সুনীল গঙ্গোপাধ্যায়। তিনি এমনই একটি জীবন্ত বই রেখে গিয়েছেন যার নাম ,”ছবির দেশে কবিতার দেশে”।