করোনাকালে পোষা প্রাণীর যত্ন ও সুরক্ষা
যারা পোষা প্রাণী পালন করেন, তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ, বিড়াল বা কুকুর থেকে করোনা ভাইরাস ছড়ায় না। কিন্তু মানুষ থেকে প্রাণীতে যেহেতু ছড়ায়, সেহেতু সিডিসি এবং বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রদেয় গৃহপালিত পোষা প্রাণীর নিম্নলিখিত দিকনির্দেশনা সমূহ মেনে চলা আবশ্যক।