হ্যারি হাউজ স্লিদারিনের শিক্ষার্থী হলে কী হতো?
হ্যারি স্লিদারিনে চলে গেলে ডাম্বলডোরের মতো মেধাবী ও তুখোড় জাদুকর শুরুতেই বুঝতে পারতেন, হ্যারির ভিতর ভলডেমর্টের আত্মার একটা অংশ রয়েছে…
হ্যারি পটার মানেই যেন মুঠো ভর্তি নস্টালজিয়া। বিশ্বের যে কয়েকটা গ্রন্থ ফ্যান্টাসি জগতের ভিত গড়ে তুলতে সক্ষম হয়েছে, তার মধ্যে হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজি অন্যতম। অনেকের ক্ষেত্রেই দেখা যায়, শৈশব শুরু করে যৌবনও পেরিয়ে যাচ্ছে কিন্তু হ্যারি পটার নিয়ে পাগলামিটা রয়ে গেছে ঠিক আগের মতোই। হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজির স্রষ্টা জে. কে. রোলিং একমাত্র লেখক, যিনি হ্যারি পটার লিখেই বনেছেন বিলিয়নিয়ার। বই থেকে নির্মিত সিনেমাগুলোও কাঁপিয়েছে বক্স অফিস, সৃষ্টি করেছে বিভিন্ন ইতিহাস। সেই জাদুর জগতের নানা দিক নিয়ে আমাদের এই আয়োজন। পাঠক ও দর্শকের আগ্রহ ও উৎসাহ দেখে, লেখক জে. কে. রোলিং উইজার্ডিং ওয়ার্ল্ড তথা জাদু জগৎকে আরও বিস্তৃত ও সমৃদ্ধ করার উদ্দেশ্যে হ্যারি পটারের আগের সময়কালের কাহিনীগুলো বিভিন্ন টাইমলাইনের মাধ্যমে তুলে আনছেন। সেগুলো নিয়েও আলোচনা থাকছে এখানে। তাই, এই সিরিজে শুধু হ্যারি পটারই নয়, আলোচিত হয়েছে উইজার্ডিং ওয়ার্ল্ডের জানা-অজানা অন্যান্য বিষয় নিয়েও।
End of Articles
No More Articles to Load