ফাহমো উৎসব: যেখানে পাথর ডিঙিয়ে প্রমাণ করতে হয় বিয়ের বয়স
প্রায় ১৮,০০০ দ্বীপের সমন্বয়ে গড়ে ওঠা একটি দেশ ইন্দোনেশিয়া, তার মধ্যে ছোট্ট একটি দ্বীপের নাম‘নিয়াস’। এই নিয়াস দ্বীপের রয়েছে হাজার বছরের ঐতিহ্য। মূলত এটি একটি আদবাসী দ্বীপ; এখনো তারা ধরে রেখেছে তাদের আদিম প্রথা ও সংস্কৃতি। সময়ের প্রেক্ষাপটে তাদের বিভিন্ন প্রথা সারা বিশ্বের মানুষের কাছে হয়ে উঠেছে রহস্যময় ও চমকপ্রদ। আর তার মধ্যে অন্যতম হচ্ছে ‘ফাহমো উৎসব।