Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ছয় তারের সাতকাহন

স্প্যানিশ গিটার একটি ওয়েস্টার্ন মিউজিকাল ইন্সট্রুমেন্ট এবং বর্তমানে মিউজিকের জগতে এটি বেশ জনপ্রিয় একটি বাদ্যযন্ত্র। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে যখন ব্যান্ড মিউজিকের চর্চা শুরু হয় তখন ৭০ দশকে গুরু আজম খান ও ফকির আলমগীর বাংলা গানের জগতের নতুন ধারা সৃষ্টি করেন পপ ব্যান্ড। মূলত সে সময় থেকেই বাংলাদেশের মিউজিক জগতে স্প্যানিশ গিটার এর প্রভাব জোরেশোরে শুরু হয়।

article

রাস্তাফারি: পশ্চিমা আগ্রাসনের প্রতিবাদে জন্ম নেওয়া এক ধর্মের কথা

রাস্তাফারি। ইউরোপীয় নির্যাতনের প্রতিক্রিয়ায় গড়ে তুলেছে স্বতন্ত্র ধর্ম, ভাষা, আচার এমনকি উপকথাও। বিশ্বব্যাপী শোষিত ও নির্যাতিত কালোদের মনে রেখে গেছে দাগ। পশ্চিমা পুঁজিবাদের অত্যাচারে এখনো হয়তো তাঁদের কানে বেজে চলে সকাল-সন্ধ্যায়,‘Back to Africa।

article

গগন হরকরা: যে বাউলের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের সখ্যতা ছিল

গগন কার কাছ থেকে গানের দীক্ষা নিয়েছিলেন, তা জানা সম্ভব হয়নি, তবে গগন লালনের গানের খুব ভক্ত ছিলেন। লালনও গগনের গান এবং গগনের সান্নিধ্য খুব পছন্দ করতেন। গগনের গানের একনিষ্ঠ ভক্ত ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও, তিনি গগনের কাছে গগনের নিজের গান ও লালনের গান শুনতে চাইতেন।

article

নকশী কাঁথা: বাংলার লোকসংস্কৃতির এক বৈচিত্র্যময় উপাদান

বাইরে টিপ টিপ বৃষ্টি, সাথে বইছে ঠাণ্ডা হাওয়া- এই সময়ে বাঙালীর ঘুমোতে যাওয়ার আগে সবচেয়ে বেশি যে জিনিসটির কথা মনে পড়বে সেটি ‘কাঁথা’। হতে পারে বাহারি নকশাদার কিংবা নকশা ছাড়াই। বাংলার লোকসংস্কৃতি আর গ্রামীণ কুটির শিল্পের একটি বড় জায়গা দখল করে আছে কাঁথা।

article

কাব্বালাহ: ইহুদি অতীন্দ্রিয়বাদের আদ্যোপান্ত

গুপ্ত সংস্কৃতি হলেও কাব্বালাহ আধুনিক যুগ পর্যন্ত বেশ জনপ্রিয় হিসাবে পরিগণিত। ইতিহাসের বিভিন্ন সময়ে ইহুদি ধর্মকে নানা ভাবে প্রভাবিত করেছে কাব্বালাহ। ফেলে যাচ্ছে এখন অব্দি। এমনকি অইহুদিদের উপরও এর প্রভাব ছিলো উল্লেখযোগ্য।

article

রব গনজালভেস এবং তাঁর পরাবাস্তব পৃথিবী

তার প্রত্যেকটি চিত্রের দিকে তাকালে প্রথম দফায় চোখ আটকে যায় বিস্ময়ে। কখনো বুঝা যায় অন্তর্গত তাৎপর্য, না বুঝতে পারলেও ক্ষতি নেই। রব গনজালভেসের পৃথিবীতে ভ্রমণ এক অভূতপূর্ব অভিজ্ঞতার সঞ্চার করবে যে কারো। যেখানে বাস্তব ও কল্পনা মিলেমিশে একাকার।

article

ভাওয়াইয়া: অবহেলা, দারিদ্র্য ও অবলুপ্তির আখ্যান

ভাওয়াইয়ার সুরে আর কথায় মিশে থাকে এক অদ্ভুত প্রাণময়তা, যা আবিষ্ট করে রাখে উপস্থিত প্রত্যেক শ্রোতাকেই। শিল্পী গাইছেন, আর তাঁকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন শ্রোতার দল, নদী-নালা-মাঠ-পুকুরের গ্রামবাংলার পথেঘাটে এমন দৃশ্য বড় অপরিচিত নয়। মাটির গানের টানই বুঝি এমন, তা শিল্পী আর শ্রোতাকে বেঁধে রাখে অজানা বন্ধনে, দুই পক্ষই একে অন্যের কাছে হয়ে ওঠেন আপন। কিন্তু প্রযুক্তি-সভ্যতার দুর্নিবার গতির কাছে এমন মাটির গানের মাধুর্য কতদিন টিকে থাকতে পারে, সেটাই বড়সড় প্রশ্নচিহ্ন নিয়ে হাজির হয়েছে আপামর সংস্কৃতিপ্রেমী মানুষের মনে।

article

ক্যালিগ্রাফি: শব্দ আঁকার শিল্প

শব্দকে নান্দনিকভাবে উপস্থাপনের চেষ্টা মানুষ যেদিন লিখতে শিখেছে সেদিন থেকেই। ভাষার ও ধর্মে ভিন্নতা থেকেছে, থেকেছে উপলব্ধির ভিন্নতা। অথচ সবাই তাড়িত হয়েছে এই মনস্তত্ত্ব দ্বারা। প্রায় প্রতিটি সভ্যতা জন্ম দিয়েছে সম্পূর্ণ আলাদা শিল্প- ক্যালিগ্রাফি।

article

অটোম্যান যুগের চিত্রচর্চা

চিত্রে যেখানে আরবরা অনুবাদ এবং পারসিকরা শাহনামার মতো কাল্পনিকতাকে প্রশ্রয় দিয়েছে, অটোম্যানরা এনেছে মানুষের প্রতিদিনকার জীবনকে। রাজা সুলতানদের অভিজাত জীবনের সাথে মিলিত হয়েছে মধ্যবিত্তের টানাপোড়েন।

article

বিতর্কের প্রকারভেদ: কত প্রকারে বিতর্ক করা যায়

বিতর্কে সাধারনত প্রদর্শনী ও প্রতিযোগিতামূলক, এই দুই শ্রেণীর বিতর্ক হয়ে থাকে। প্রদর্শনী বিতর্কের মাঝে রম্য বিতর্ক, আঞ্চলিক বিতর্ক, প্ল্যানচ্যাট বিতর্ক, জুটি বিতর্ক আর প্রতিযোগিতামূলক বিতর্কের মাঝে সংসদীয় বিতর্ক, সনাতনী বিতর্ক, বারোয়ারি বিতর্ক ইত্যাদি প্রচলিত রয়েছে। এ ছাড়াও ইংরেজি বিতর্কের ঘরানার মাঝে ব্রিটিশ পার্লামেন্টরি বিতর্ক বর্তমানে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়। World Universities Debating Championship বা Round Robin এর মত আন্তর্জাতিক ডিবেট টুর্নামেন্টগুলো মূলত ব্রিটিশ পার্লামেন্টরি ফরম্যাটেই হয়ে থাকে।

article

পপিং: হিপহপ ড্যান্সের অনবদ্য এক স্টাইল

পপিং বা ব্রেকিং হিপহপ নাচের একটি চমৎকার ট্রেন্ড হচ্ছে, এ ধরনের নাচের প্রতিযোগিতাগুলো অনেকটা ‘চ্যালেঞ্জিং দ্যা অপোনেন্ট’ ধরণের হয়ে থাকে। প্রতিযোগিতার সময় দুইটি ক্রু এর মেম্বাররা মুখোমুখি অবস্থান নেয়, তারপর প্রতি ক্রু থেকে একজন বা একাধিক পপার সামনে এসে নিজেদের স্টাইলে পপিং করে, তারপর তারা পিছিয়ে যাওয়ার পর অন্য ক্রু এর ড্যান্সাররা একইভাবে এগিয়ে এসে পপিং করে।

article

ফ্রান্সিসকো গয়ার আঁকা ভয়ালদর্শন ছবি ‘স্যাটার্ন ডিভোরিং হিজ সান’

রোমান্টিক যুগের অন্যতম প্রধান শিল্পী ফ্রান্সিসকো গয়ার আঁকা ছবি ‘স্যাটার্ন ডিভোরিং হিজ সন’ গ্রীক পুরাণের উপর আঁকা বেশ ভয়ালদর্শন এক ছবি। মানবমনের গভীরের নিষ্ঠুরতা ও পাশবিক আশঙ্কা এতে বেশ সার্থকভাবে ফুটে উঠেছে।

article

End of Articles

No More Articles to Load