ছয় তারের সাতকাহন
স্প্যানিশ গিটার একটি ওয়েস্টার্ন মিউজিকাল ইন্সট্রুমেন্ট এবং বর্তমানে মিউজিকের জগতে এটি বেশ জনপ্রিয় একটি বাদ্যযন্ত্র। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে যখন ব্যান্ড মিউজিকের চর্চা শুরু হয় তখন ৭০ দশকে গুরু আজম খান ও ফকির আলমগীর বাংলা গানের জগতের নতুন ধারা সৃষ্টি করেন পপ ব্যান্ড। মূলত সে সময় থেকেই বাংলাদেশের মিউজিক জগতে স্প্যানিশ গিটার এর প্রভাব জোরেশোরে শুরু হয়।