বঙ্গবন্ধু ১: মহাকাশে বাংলাদেশের উপগ্রহ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের ঘোষণা অনুযায়ি মে মাসের প্রথম সপ্তাহে উত্থাপনের কথা থাকলেও, অবশেষে বঙ্গবন্ধু ১ আকাশে উঠতে যাচ্ছে আগামী ১১ মে বাংলাদেশ সময় রাত ২:১২ ঘটিকা থেকে ৪ ঘটিকার মধ্যে।

আগামী ১১ মে ২০১৮ বাংলাদেশ নাম লেখাতে যাচ্ছে ডিজিটাল পৃথিবীর প্রথম সারির দেশগুলোর এক অনন্য এলিট ক্লাবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল লঞ্চপ্যাড থেকে স্পেস এক্স এর ফ্যালকন নাইন রকেটে করে কক্ষপথে পাঠানো হবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি। বিশ্বের ৫৮তম দেশ হিসেবে পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট প্রেরণ করতে যাচ্ছে বাংলাদেশ।

বঙ্গবন্ধু-১ কার্যক্রম শুরু করলে স্যাটেলাইট সেবার ইজারা বাবদ বাংলাদেশ বছরে সাশ্রয় করবে ১৪ মিলিয়ন মার্কিন ডলার। টাকার অংকে সেটি দাঁড়ায় ১১২ কোটি। আর নেপাল, ভূটান এবং মিয়ানমারে অতিরিক্ত ব্যান্ডউইথ রপ্তানি করার মাধ্যমে বাংলাদেশ বছরে আয় করতে পারবে আরও ৪০০ কোটি টাকা।

The Bangabandhu Satellite-1 is the 1st Bangladeshi geostationary communications and Broadcasting Satellite. It was manufactured by Thales Alenia Space and launched on 11 May 2018.

Related Articles

Exit mobile version