বিক্রেতার স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে মাস্ক ও জীবাণুমুক্তকারী হ্যান্ডরাব বিতরণ করলো শাহ্ সিমেন্ট

করোনার সংক্রমণ থেকে রক্ষার প্রধান উপায় হচ্ছে সচেতনতা। কোভিড-১৯ মোকাবিলায় সুস্থতা বজায় রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে।

ছবি: শাহ্‌ সিমেন্ট

করোনার এ পরিস্থিতিতে এবার শাহ্ সিমেন্ট তাদের ডিস্ট্রিবিউটর, ডিলার, রিটেইলারদের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে মাস্ক এবং জীবাণুমুক্তকারী হ্যান্ডরাব বিতরণের উদ্যোগ নিয়েছে। সারা দেশে সংশ্লিষ্ট জেলার শাহ্ সিমেন্টের কর্মকর্তাদের উপস্থিতিতে এই বিতরণ-কাজ সম্পন্ন করা হচ্ছে।

ছবি: শাহ্‌ সিমেন্ট
ছবি: শাহ্‌ সিমেন্ট

এর আগে শাহ্ সিমেন্টের উদ্যোগে সারা দেশে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া নির্মাণশ্রমিক এবং অসহায়  ৪০,০০০ (চল্লিশ হাজার) পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়।

This article has been published in Bangla on the news of Shah Cement's initiatives to stand beside the workers during corona epidemic. 

Related Articles

Exit mobile version