হালের মোটিভেশনাল স্পিকারদের কল্যাণে বিখ্যাত এক ব্যক্তির হার্ভার্ড ড্রপ-আউটের গল্প আমাদের মুখস্থ। অথচ তিনি স্রেফ একজন ‘ড্রপ-আউট ছাত্র’ ছিলেন না। ঐ বয়সেই ছিলেন সেসময়কার প্রোগ্রামিং দুনিয়ার একজন জিনিয়াস। নামটি এতক্ষণে অনুমান করে নিয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, জগদ্বিখ্যাত বিল গেটসের কথাই বলছি। গত এক দশক ধরেই তাকে আমরা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে চিনি। বর্তমান বিশ্বের ১ বিলিয়নেরও বেশি মানুষ ব্যবহার করে তার তৈরী অপারেটিং সিস্টেম!