স্যানিটাইজার ব্যবহার করা কি আসলেই লাভজনক?
সুস্থ ও সবল থাকতে চাইলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতেই হবে। আর এজন্য খাওয়ার আগে ও পরে, ঘরের বাইরে থেকে এসে বা ময়লা কিছু ধরলে যে হাত ধুতে হবে এটা সবাই কম-বেশি বুঝে। ভালো করে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার পরেই কেবল বাকি কাজ করতে হবে তা অনেকেই জানেন।