কোভিড-১৯ সাধারণ কোনো ফ্লু নয়, এর লক্ষণ এবং ধরণ বাকী করোনাভাইরাসদের থেকে আলাদা। করোনাভাইরাস পরিবারের চার সদস্য (OC43, HKU1, NL63, 229E) পৃথিবীজুড়ে এক তৃতীয়াংশ সাধারণ ঠাণ্ডা জ্বরের জন্য দায়ী, বাকী দুইটি সার্স আর মার্সের লক্ষণ অনুযায়ী এইবারের কোভিড-১৯ এর চেয়ে বেশি তীব্র আকারের ছিলো। তবে এর কেউই বৈশ্বিক মহামারির আকার নিতে পারেনি। এই পরিবারের সাত নাম্বার সদস্যটি (SARS-CoV-2) এখন সারাবিশ্বকে নাড়িয়ে দিচ্ছে।