অন্য এক নাইন ইলেভেন: চিলির গণতন্ত্র হত্যা
২০০১ সালের ১১ সেপ্টেম্বর, তথা ৯/১১ বা নাইন ইলেভেনর সাথে বিশ্ববাসী কমবেশি পরিচিত। একবিংশ শতাব্দীর সূচনালগ্নে ঐ দিনে সংঘটিত রক্তাক্ত ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যব্যাপী যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযান এবং সামরিক আগ্রাসনের এক নতুন যুগের সূচনা হয়। তবে পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র চিলির ইতিহাসে ঐ দিনটি ভিন্ন অর্থ বহন করে। কারণ, ১৯৭৩ সালের ঠিক একই দিনে চিলি গণতান্ত্রিক সার্বভৌমত্ব হারিয়ে ফেলে পরিণত হয়েছিল পরনির্ভর এক স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে।