তেহরান সম্মেলনে ইতিহাসে প্রথমবারের মতো পরস্পর সাক্ষাত করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট, সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ নেতা জোসেফ স্ট্যালিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। এই সম্মেলনকে ঘিরে তিন পক্ষের আকাঙ্ক্ষা ছিল সর্বোচ্চ। শুধুমাত্র জার্মানি এবং জাপানকে পরাজিত করার বিষয়েই নয়, একইসাথে যুদ্ধত্তোর বিশ্ব কেমন হবে এবং সেখানে তাদের ভূমিকা কতটুক থাকবে এসব বিষয়কে আলোচনায় প্রাধান্য দেয়া হয়। তেহরান সম্মেলনে তিন পক্ষের চাওয়ার তালিকা যতটা দীর্ঘ ছিল, পরস্পরের প্রতি বিশ্বাস ততটাই কম ছিল। কিন্তু মিত্রবাহিনীকে পরাজিত করতে হলে একে অপরকে ছাড় দেয়া ব্যতীত অন্য কোনো উপায় ছিল না তাদের হাতে।