ভাটি বাংলার ‘বার ভূঁইয়া’র উত্থান
পরবর্তী কয়েক বছরে মসনদ-ই-আলা ঈশা খান ভাটির জমিদারদের একত্রিত করে একটি শক্তিশালী মৈত্রী গড়ে তুলবেন, মুঘল বিরুদ্ধে দুর্ধর্ষ একটি নৌবাহিনী গড়ে তুলবেন এবং ভাটি বাংলায় মুঘলদের প্রভাব বিস্তারে অব্যাহতভাবে বাঁধা দিতে থাকবেন।