এ ধরনের কেস সামলানো আসলে তার কাজের মধ্যে পড়ে না। একে তো লোকটা একজন সাধারণ খামারী, তার মানে, এই কেস থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার তেমন সুযোগ নেই। দ্বিতীয়ত সে অভিযোগ নিয়ে এসেছে দেশের সবচেয়ে বড় রাসায়নিক কোম্পানির বিরুদ্ধে। অর্থাৎ, এই কেস নেয়ার মানে শুধু নিজের আওতার বাইরে যাওয়াই নয়, নিজের পেশার সবকিছুর বিরুদ্ধে গিয়ে দাঁড়ানো। যে ধরনের কোম্পানির হয়ে মামলা লড়ে, এই কেস নিলে তাদেরই বিরুদ্ধে যেতে হবে। সহজ কথায় যাকে বলে, ক্যারিয়ার সুইসাইড। নিজ হাতে পেশাগত জীবনকে জলাঞ্জলি দেয়া।