ক্ষমতায় আসার পরই সাইয়্যিদা মাতৃভূমির দিকে নজর দেন। একসময় যে খ্রিস্টানরা তাদের তাড়িয়ে দিয়েছিল, সেটার প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে তার সামনে। তাই দ্বিতীয়বার না ভেবেই, ভূমধ্যসাগরের বুকে তরী ভাসালেন নিজের সেরা নৌ-কমান্ডারদের নিয়ে। রাতারাতি ইউরোপ জুড়ে এই সংবাদ ছড়িয়ে পড়ে। ‘এক নারী জলদস্যু’ তাদের জাহাজগুলো লুট করে নিচ্ছে!