ক্যাথরিন দ্য গ্রেট: রাশিয়ান স্বর্ণযুগের রূপকার
রাজনৈতিকভাবে সুকৌশলে সেনাবাহিনীর একাংশকে পিটারের বিরুদ্ধে কাজ করতে প্ররোচিত করেন ক্যাথরিন। এই কাজে তাকে সাহায্য করেন আর্টিলারি অফিসার গ্রিগরি অরলভ। ক্যাথরিন চেয়েছিলেন ইউরোপের অন্যান্য পরাশক্তি, তার জাতিকে যথাযথ সম্মান করুক। আর এই লক্ষ্য সামনে রেখেই তিনি শাসনকার্য চালিয়ে যেতে থাকেন।