আন্দ্রে শাখারভ: হাইড্রোজেন বোমার জনক থেকে বিশ্বশান্তির দূত
সিনেমায় হরহামেশাই এমন চরিত্রের দেখা মিলে যারা খল চরিত্র থেকে হয়ে উঠেন মধ্যমণি। শত্রুর শত বাঁধা উপেক্ষা করে নায়কের রাজমুকুট নিয়ে ঘরে ফিরে কেউ কেউ। বাস্তব জীবনে এমনই একজন হলেন আন্দ্রে দিমিত্রিভিচ শাখারভ। মানব ইতিহাসের অন্যতম শক্তিশালী পারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘হাইড্রোজেন বোমা’র জনক শাখারভ। কিন্তু তার জীবনের মোড়ে মোড়ে লুকিয়ে আছে রহস্য, মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে অসীম অনুশোচনা