হার্ট অ্যাটাক হলে তৎক্ষণাৎ যা করবেন
হৃৎপিণ্ড আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত অনবরত এটি কাজ করে চলেছে। এর মূল কাজ হলো দেহের প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গে রক্ত সরবরাহ করা। কিন্তু মাত্র ৩১০ গ্রাম ওজনের এই যন্ত্রটির স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে নিজের জন্যও অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহের প্রয়োজন হয়।