যে বৈশিষ্ট্যগুলো প্রমাণ করবে আপনি এখন পরিণত!
আমরা প্রায়ই ‘ম্যাচুরিটি’ কিংবা ‘পরিণত’ শব্দটা উচ্চারণ করে থাকি কারণে-অকারণে! কারণে-অকারণে বললে ভুল হবে, বলা উচিৎ বুঝে-না বুঝে। অনেকেই বড় হওয়াকে পরিণত হওয়ার সাথে গুলিয়ে ফেলি। যদি বড় হওয়া আর পরিণত হওয়া এক না হয় তবে পরিণত হওয়ার মানে কি?