Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

এটগার কেরেট: ইসরায়েলের কাফকা

এই পরাবাস্তব সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রের নাম এটগার কেরেট। তাকে ইসরায়েলের কাফকা নামেও অভিহিত করা হয়। ছোটগল্প, গ্রাফিক নভেলা এবং চিত্রনাট্যের জন্য তুমুল জনপ্রিয় এই লেখকের লেখার বিষয়বস্তু পরাবাস্তববাদ। সহজ, সাবলীল আর প্রচলিত ভাষায় লেখা তার ছোট কলেবরের গল্পগুলো বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়।

article

আন্তন চেখভ: ছোটগল্পে জীবনের নিভৃততম অংশের রূপকার

চেখভের কৃতিত্ব? ক্লাইম্যাক্সবিহীন গল্প। নিস্তরঙ্গ, কিন্তু একইসাথে প্রচণ্ড বাস্তবমুখী সমস্যার গল্প। বস্তুত, আমাদের জীবনে ক্লাইম্যাক্স আর কতখানিইবা আছে? বেশিরভাগ ঘটনাই তো সাদামাটা, বিশেষত্বহীন। চেখভের মুন্সিয়ানা হচ্ছে এই সাদামাটা, বিশেষত্বহীন জীবনকেই ছোটগল্পে স্থান দেওয়া।

article

ফুড কনফারেন্স: এক ক্লাসিক পলিটিক্যাল স্যাটায়ার

দুর্ভিক্ষে মানুষের মানবেতর জীবন তার সাথে সাথে ক্ষমতাসীনদের স্বার্থপরতা, উদাসীনতা ক্ষেত্রবিশেষে নির্বুদ্ধিতা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার- এ সবই ফুটে উঠেছে গল্পগুলোতে। সময়কাল আজ থেকে বহু বছর আগে হলেও, আজও এর গল্পগুলো ঠিক একইরকম প্রাসঙ্গিক।

article

অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ক্ষীরের পুতুল’: স্বপ্নিল রূপকথার দেশে

বাংলা শিশু সাহিত্যে একটি বিশেষ স্থান দখল করে আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ক্ষীরের পুতুল’। বাংলা ভাষায় শিশু সাহিত্য বিকাশের প্রাথমিক পর্যায়ে এটি একটি উল্লেখযোগ্য নিদর্শন। রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীর মৃত্যুর পর তাঁর ডায়েরি থেকে এ গল্পটির প্লট পেয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপর নিজের মত করে লিখেই তিনি রূপকথাধর্মী এ কাহিনিটির জন্ম দেন।

article

মগনলাল মেঘরাজই কেন ফেলুদার পরম শত্রু?

আপনি যেমনটি ভাবছেন যে মগনলালই সবচেয়ে সাংঘাতিক, এবং এ সত্যটি আপনি আপনার মগজাস্ত্রের সহায়তায় উদ্ঘাটন করেছেন, বাস্তবতা কিন্তু তেমনটি নয়। ছোট বাচ্চারা যেমন পূর্ব-পশ্চিম জ্ঞানলাভের পূর্বেই সূর্যের উদয়-অস্তের রহস্যগুলো জেনে ফেলে, তেমনই মগনলাল মেঘরাজের সাংঘাতিকত্বও আপনি একইভাবে জেনেছেন। কিংবা বলা ভালো, আপনাকে জানানো হয়েছে। সেটি সত্য কি মিথ্যে, তা আপনার নিজে থেকে বিচার-বিশ্লেষণ করতে হয়নি।

article

নারায়ণ দেবনাথ: বাংলা কমিকসের একচ্ছত্র সম্রাট

জীবদ্দশাতেই অনেক সম্মানেই ভূষিত হয়েছেন নারায়ণবাবু। তবু কি তার কোনো অতৃপ্তি আছে? মনে কোনো ক্ষোভ কি জন্মেছে এ কারণে যে তাকে অত বেশি মানুষ চেনে না, যত মানুষ চেনে সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো সাহিত্যিককে, কিংবা সত্যজিৎ রায়ের মতো চলচ্চিত্র নির্মাতাকে? তার সৃষ্টিগুলোকেও কি বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া যেত না?

article

যখন শার্লক হোমসকে খুন করতে চেয়েছিলেন কোনান ডয়েল

১৮৯১ সালের ৪ মে স্যার আর্থার কোনান ডয়েল একটি খুন করেছিলেন। কলমের কয়েকটি আঁচড়ে তিনি শেষ করে দিয়েছিলেন একটি মানুষের জীবন। সেই মানুষটির নাম শার্লক হোমস, সর্বকালের সবচেয়ে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র।

article

‘পারিব না এ কথাটি’ কবিতার ‘ব্যর্থ’ কবির আখ্যান

যদি প্রশ্ন করা হয়, কবিতাটি কার লেখা, তখন হয়তো অনেকেই মাথা চুলকোতে আরম্ভ করবেন। রবীন্দ্রনাথ? নজরুল? সত্যেন্দ্রনাথ দত্ত? ফররুখ আহমদ? না, এদের কেউই নন।

article

মুনীর চৌধুরীর ‘কবর’: ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে প্রথম প্রতিবাদী নাটক

ভাষা আন্দোলনে বহু মানুষ শহীদ হলেও অল্প ক’জনের পরিচয় আমরা জানতে পেরেছিলাম, কত শত লাশ গুম করা হয়েছিল, তার প্রকৃত হিসাব আজও জানা যায়নি। লাশ গুমের এই ঘৃণ্য রাজনীতিকে উপজীব্য করেই নাটকটির পুরো গল্প এগিয়ে গেছে।

article

End of Articles

No More Articles to Load