পুরাণ সবিশেষ ১: রাবণবৃত্তান্ত প্রথমভাগ
রাবণ ভারতবর্ষীয়দের কাছে তথা বিশ্ববাসীর কাছে অন্যতম একটি পরিচিত নাম। রাক্ষসদের রাজা যিনি লঙ্কায় রাজত্ব করেছেন, সীতাকে হরণ করে রামের সাথে যুদ্ধ করেছেন। এটুকুর বাইরেও রাবণের ব্যাপারে পুরাণ ও রামায়ণে অনেক কথা বলা হয়েছে। সেসব কাহিনী নিয়েই এ লেখাটি। রাবণকে নিয়ে লেখার প্রথমভাগ এটি।