অপরাজিত: সেলুলয়েডের পর্দায় সত্যজিৎ রায়ের পুনর্জন্ম
কিংবদন্তি সত্যজিতের প্রতিভা বিচ্ছুরিত হয়ে কীভাবে তা সিলভার স্ক্রিনে ঠাঁই পেয়েছিল, সেই গল্প বলার চেষ্টা করেছেন অনীক। পুনরায় নির্মাণ করতে চেয়েছেন ইতিহাসকে। আপামর বাঙালি যা গ্রহণ করে নিয়েছে সাদরে। শুধু বাংলায় নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে এক নবদিগন্তের সূচনা করেছিল “পথের পাঁচালী”। শত বাধা-বিপত্তি পেরিয়ে, অভিজাত মোড়লদের সমালোচনা গোণায় না ধরে, যেভাবে বাংলা চলচ্চিত্রকে বিশ্বের বুকে তুলে ধরেছেন সত্যজিৎ, সেই উপাখ্যান প্রদর্শন করা এই সিনেমার নাম ‘অপরাজিত’ রাখাটাই যথার্থ এবং যুক্তিযুক্ত বলে মনে হয়েছে। সবমিলিয়ে বলা যায়, বাংলা সিনেমার ইতিহাসে ‘অপরাজিত’ এক মাইলফলক হয়ে থাকবে।