মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান অচলাবস্থা: এর শেষ কোথায়?
মার্কিন যুক্তরাষ্ট্রের মত উন্নত রাষ্ট্রেও হয় সরকারি ধর্মঘট। একে কেউ কেউ বলেন অচলাবস্থা, ইংরেজিতে বলে শাটডাউন। মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে তেমনই এক অচলাবস্থা বা সরকারি ধর্মঘট চলছে। এ অচলাবস্থা যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ অচলাবস্থা হতে যাচ্ছে। এই অচলাবস্থার সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। এ অচলাবস্থার শেষ কোথায় তা কারো জানা নেই। অচলাবস্থা শেষ হলেও অচলাবস্থা কালীন যে ক্ষতির সম্মুখীন হল মার্কিন যুক্তরাষ্ট্র সে ক্ষতি কিভাবে পুষিয়ে নিবে সেটি দেখবার বিষয়। সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী আইন ও মেক্সিকো সীমান্তে কি ঘটতে যাচ্ছে সেটি এখনো অজানা।