Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

নিগার জোহর খান: পাকিস্তান সেনাবাহিনীর প্রথম নারী লেফটেন্যান্ট জেনারেল

পাকিস্তান সেনাবাহিনীতে ২৬ জন লেফটেন্যান্ট জেনারেল রয়েছে, যাদের মধ্যে একমাত্র নারী লেফটেন্যান্ট জেনারেল নিগার জোহর খান। ৩০ জুন, ২০২০ সালে প্রথম নারী হিসেবে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে প্রমোশন পান নিগার জোহর খান।

article

পুনিতা আরোরা: ভারতীয় সামরিক বাহিনীর প্রথম নারী লেফটেন্যান্ট জেনারেল

২০০৪ সালের সেপ্টেম্বরে পুনিতা আরোরা হন ভারতীয় সামরিক বাহিনীর প্রথম নারী লেফটেন্যান্ট জেনারেল। লেফটেন্যান্ট জেনারেল পুনিতা আরোরার পদায়ন হন আর্মি মেডিকেল কলেজে, এই কলেজের প্রথম নারী কমান্ড্যান্টও তিনি।

article

বৈশ্বিক প্রেক্ষাপটে জো বাইডেনের গণতন্ত্র সম্মেলন

এশিয়ার এই অঞ্চলটি যেমন বরাবরই বিভক্ত তেমনি গুরুত্বপূর্ণ। অন্ততপক্ষে বিগত কয়েক বছরের প্রেক্ষাপটে তা বলাই যায়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব কমায় চীনের বলয় সৃষ্টি হয়েছে দক্ষিণ এশিয়া। তাই বলা যায় কর্তৃত্ববাদের জোয়ার এবং পিছিয়ে পড়া গণতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক সরকারগুলোর একটি বিস্তৃত সম্মেলন বা আলোচনা স্বত্ত্বেও দক্ষিণ এশিয়ায় বিষয়টি কতোটুক কার্যকর হবে সে বিষয়ে সন্দিহান অনেক রাজনৈতিক বিশ্লেষক। প্রথমতো, সমালোচকরা যুক্তি দেন যে ভারত এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের কাছে গণতান্ত্রিক মূল্যবোধ প্রচারের আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তার নিজের ঘাটতিগুলো পূরণ করতে হবে। কারণ এই অঞ্চলের মানুষ ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিকালে গণতন্ত্রের দিকদিয়ে পিছিয়ে পড়েছে। দেশটিতে নাগরিক স্বাধীনতা এবং রাজনৈতিক অধিকারের বিষয়গুলো ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রিডম হাউসের ফলাফল এখন মঙ্গোলিয়ার মতো নতুন গণতান্ত্রিক দেশের চেয়েও পিছিয়ে রয়েছে। আর তাই দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে বলা চলে দেশ সমূহ ওয়াশিংটনের নেতৃত্ব অনুসরণ আগ্রহ হারিয়েছে।

article

নাগরিক স্বাধীনতা: মুক্ত, সাম্য ও কল্যাণরাষ্ট্রের দর্শনগত ভিত্তি

নাগরিক স্বাধীনতা একটি সামষ্টিক ধারণা। এর মাধ্যমে নাগরিকেরা বাধাহীনভাবে নিজেদের রাজনৈতিক অধিকারগুলো চর্চার করতে পারে, দেশের অভ্যন্তরে যেকোন জায়গায় যেতে পারে, স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারে, বাসস্থান পরিবর্তন করতে পারে, পরিবর্তন করতে পারে পেশা, অর্থনৈতিক কাজের লিগ্যাসি।

article

পরিবর্তনশীল রাষ্ট্রগুলোতে গণতন্ত্রের রাজনৈতিক ও প্রায়োগিক সীমাবদ্ধতা

দূর্বল প্রাতিষ্ঠানিক কাঠামো, রাজনৈতিক অবতারবাদ, সংঘাতপ্রবণ রাজনৈতিক সংস্কৃতি, জবাবদিহিতার অভাব, দূর্নীতি এসব দেশের গণতন্ত্রকে ভঙ্গুর একটি কাঠামোতে পরিণত করেছে।

article

উদার গণতন্ত্র: গভর্ন্যান্সের সবচেয়ে গ্রহণযোগ্য কাঠামো

উদার গণতন্ত্রের চর্চা সাধারণত প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থাতে কার্যকর থাকে, যেখানে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে।

article

অভিজাততন্ত্র: সকলের মঙ্গলের জন্য অল্পজনের শাসন

যখন কতিপয় অর্থনৈতিকভাবে সামর্থবান বা বুদ্ধিবৃত্তিকভাবে অগ্রসর মানুষেরা যখন সকলের মঙ্গলের জন্য শাসনতন্ত্র পরিচালনা করেন, তখন সেই শাসনব্যবস্থাকে বলে অভিজাততন্ত্র।

article

তাইওয়ান কেন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ?

অর্থনৈতিক প্রাধান্যকে কেন্দ্র করে নতুন স্নায়ুযুদ্ধের সূচনা হয়েছে যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে, দুইপক্ষের এই নতুন ঠান্ডা লড়াইয়ে ‘পলিসি ফুটবলে’ পরিণত হয়েছে তাইওয়ান।

article

তাইওয়ান কেন চীনের জন্য গুরুত্বপূর্ণ?

তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সাথে পুনকেত্রীতকরণ চীনের নাগরিকদের কাছে ‘অপমানের শতাব্দীর’ স্মৃতি থেকে বেরিয়ে আসার সর্বশেষ ধাপ।

article

যুক্তরাষ্ট্রের সাথে তাইওয়ানের সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট

নিজেদের স্বাধীন জাতিসত্তা টিকিয়ে রাখতে তাইওয়ান তাই বাধ্য হয়েই নিচ্ছে পাশ্চাত্যঘেষা নীতি, যুক্তরাষ্ট্রকে কেন্দ্রে রেখে গড়ে তুলছে নিরাপত্তা কাঠামো আর প্রতিরক্ষা ব্যবস্থা।

article

End of Articles

No More Articles to Load