মঙ্গল গ্রহে কি প্রাণের অস্তিত্ব আছে? বর্তমানে না থাকলেও অতীতে কি কখনো ছিল? মহাকাশ যুগের শুরু থেকেই এই প্রশ্ন তাড়িত করছে বিজ্ঞানীদের। তারা বলছেন, মঙ্গলে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। সেই সম্ভাবনা আরো জোরালো হল এবার লাল গ্রহে পানির ভূগর্ভস্থ ‘হ্রদ’ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা!
Featured Image: Sci Fi clipart martian – Clip2Art