প্রাণীদের বৈচিত্র্যময় প্রজাতির মিশেল কেন শুধু বড় দ্বীপগুলোতেই বেশি দেখা যায়?
বিচিত্র প্রাণীর সমাহার এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এসব প্রাণী পাওয়া যায় দ্বীপগুলোতে। যদি বড় কোন দ্বীপ জনবসতিপূর্ণ এলাকার কাছাকাছি থাকে তাহলে সেখানে বৈচিত্র্যময় প্রজাতি পাওয়া যাবে কিন্তু ছোট দ্বীপ যদি এরকম জায়গা থেকে দূরে অবস্থান করে তাহলে সেখানে কম প্রজাতির প্রাণী পাওয়া যাবে এমনকি পাওয়া নাও যেতে পারে। কেন বড় বড় দ্বীপগুলোতেই বিচিত্র প্রজাতির জীব বিশেষ করে প্রাণী পাওয়া যায়?