অন্যকে অনুসরণ করে নিজেকে গড়ার ফলাফল ভয়াবহ : কুমার সাঙ্গাকারা
ক্রিকেট যতটা শারীরিক, ঠিক ততটাই মনস্তাত্ত্বিক খেলা। মানসিক চাপ সামলাতে না পারলে এই খেলায় সাফল্য লাভ করা প্রায় অসম্ভব। ক্রিকেটের বিভিন্ন মনস্তাত্ত্বিক ব্যাপার নিয়েই সম্প্রতি ক্রিকেট মান্থলি’র সাংবাদিক স্কট অলিভারের সাথে কথা বলেছেন আধুনিক ক্রিকেটের কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।