রুবেল হোসেন সুস্থ থাকলে হয়তো একাদশেই সুযোগ মিলতো না তার। খুব ভালোভাবেই তাই জানতেন, সুযোগ এলে লুফে নিতে হবে সেটাই। প্রত্যাশার প্রতিদান দিলেন ষোল আনা, গত ম্যাচে ইমরুল কায়েসের সঙ্গে জুটি বেঁধে অপরাজিত অর্ধশতকের পর এই ম্যাচে বল হাতে আউটসুইংয়ের মনোহর প্রদর্শনীতে দলের সেরা বোলার হিসেবে ক্যারিয়ারে প্রথমবারের মতো ‘ম্যান অফ দ্য ম্যাচ’ খেতাবটাও জিতে নিলেন তিনি। সম্ভাবনার সবটুকু এখনো পারফরম্যান্সে প্রতিফলিত হয়নি বটে, উন্নতিরও জায়গা রয়েছে ঢের, তবু স্বপ্ন দেখাচ্ছেন সাইফউদ্দিন।