একটি দৃশ্য কল্পনা করা যাক, অদ্ভুতুড়ে বোলিং অ্যাকশনের একজন বোলার ক্যারিয়ারের শুরুর দিকেই একজন প্রথিতযশা আম্পায়ার দ্বারা চাকিংয়ের দায়ে অভিযুক্ত হলেন। তার তিন বছর পর আবারো সেই খেলোয়াড়কে চাকিংয়ের দায়ে অভিযুক্ত করা হলো, তবে এবার রঙ্গমঞ্চে অন্য আরেকজন প্রথিতযশা আম্পায়ার। এই ঘটনা নিয়ে চারিদিকে আলোচনার ঝড়, সবাই ওই খেলোয়াড়ের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলছেন। স্বাভাবিকভাবে চিন্তা করলে ওই বোলারের ভবিষ্যৎ ঠিক কী হতে পারে? হতাশ হয়ে অকালে ঝরে পড়ার উত্তরই বেশি আসার কথা, ক্যারিয়ারের শুরুতেই এত বড় বিতর্ক উঠে আসলে আত্মবিশ্বাস তলানীতে চলে যাবে সেটাই স্বাভাবিক।
কিন্তু সেটা হয়নি, সমস্ত বিতর্ককে মিথ্যা প্রমাণিত করে বারবার তিনি ফিরে এসেছেন স্বরূপে, ক্যারিয়ার শেষে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের অন্যতম সেরা বোলার হিসেবে। তিনি শ্রীলঙ্কার কিংবদন্তি অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরন।