প্রযুক্তির উদ্দেশ্য হলো মানুষের পরিশ্রম কমানো ও সময় বাঁচানো। র্যাপিড ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে অতি অল্প সময়ের মাঝে ডিএনএ বিশ্লেষণ করা সম্ভব এবং এতে ব্যবহৃত যন্ত্রটি আকারে খুব বেশী বড় নয়। যেখানে সাধারণ ক্রাইম ল্যাব ডিএনএ টেস্টের জন্য এক সপ্তাহ পর্যন্ত সময় নেয়, সেখানে র্যাপিড ডিএনএ মেশিন সময় নেবে সর্বোচ্চ দুই ঘন্টা।